ETV Bharat / city

Income source of Partha-Anubrata-Paresh: পার্থ-পরেশ-অনুব্রত ও তাঁদের পরিবারের আয়ের উৎসের খোঁজে সিবিআই

author img

By

Published : May 24, 2022, 11:54 AM IST

Updated : May 24, 2022, 1:57 PM IST

পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল (Income source of Partha-Anubrata-Paresh) এবং তাঁদের আত্মীয়-স্বজনের আয়ের উৎস জানতে আয়কর দফতরকে চিঠি পাঠাল সিবিআই (CBI investigation)।

CBI wants to know income source of Partha Chatterjee, Anubrata Mandal, Paresh Chandra Adhikary
পার্থ-পরেশ-অনুব্রত ও তাঁদের পরিবারের আয়ের উৎসের খোঁজে সিবিআই

কলকাতা, 24 মে: আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল (Income source of Partha-Anubrata-Paresh)। কারণ এ বার শাসক দলের এই তিন শীর্ষ নেতৃত্বের সম্পত্তির হিসেব হাতে পেতে চাইছে সিবিআই । শুধু তাঁদের আয়ের উৎস নয়, পার্থ, পরেশ ও অনুব্রতর যে আত্মীয়-স্বজন রয়েছেন, তাঁদের নামে বেনামে কত সম্পত্তি রয়েছে, তারও হিসেব চাইছেন তদন্তকারীরা (CBI investigation)।

পার্থ চট্টোপাধ্যায় (income source of Partha Chatterjee), পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের আয়ের হিসেব ঠিক কত, তা জানার জন্য আয়কর দফতরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে সিবিআই । সম্প্রতি আদালতের তরফ থেকে স্পষ্ট ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, এই তিন জনের আয়ের হিসেব সন্ধান করতে হবে তদন্তকারীদের । তারপরেই সিবিআই যোগাযোগ করে আয়কর দফতরের সঙ্গে । আয়কর দফতরের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল এবং পরেশ অধিকারীর আয়কর সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়েছে সিবিআই ।

আরও পড়ুন: Anubrata Mandal : চলতি সপ্তাহে দফায় দফায় জেরা ! আজ সিবিআই দফতরে যাবেন অনুব্রত ?

সিবিআই জানতে চায়, গত পাঁচ বছরে অনুব্রত, পার্থ ও পরেশের আয়ের উৎস ঠিক কী ছিল এবং গত 10 বছরের তুলনায় শেষ পাঁচ বছরে তাঁদের আয় কতগুণ বেড়েছিল ? পাশাপাশি তাঁরা ঠিকমতো আয়কর জমা দিতেন কি না, সব কিছুই খতিয়ে দেখতে আয়কর দফতরকে চিঠি পাঠিয়েছে সিবিআই ।

তাছাড়াও গত পাঁচ বছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের প্যান কার্ডের নম্বরে কোন কোন সম্পত্তি নথিভুক্ত হয়েছে, তা বিশদ ভাবে জানতে চেয়েছেন সিবিআই গোয়েন্দারা । অনুব্রত, পার্থ ও পরেশের কাছ থেকে ব্যক্তিগত ভাবে তাঁদের সমস্ত ব্যবসা এবং যাবতীয় টাকার উৎস নথিপত্র চেয়েছে সিবিআই । নিজাম প্যালেস সূত্রের খবর, আয়কর দফতরের তরফ থেকে সিবিআইকে দেওয়া তথ্য এবং এই তিন নেতার তরফ থেকে তুলে দেওয়া তাঁদের আয়ের উৎসের হিসেব যাচাই করবেন তদন্তকারী আধিকারিকরা । সেই মতোই এগোবে তদন্ত ৷

আরও পড়ুন : ঘরে ফিরলেন অনুব্রত, ফুল ছুড়ে 'কেষ্ট বরণ' উচ্ছ্বসিত তৃণমূল কর্মীদের

এ দিকে, ভোট পরবর্তী হিংসার মামলায় আজও সিবিআইয়ের সমন এড়ালেন অনুব্রত মণ্ডল ৷ অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সিবিআই দফতরে হাজির হননি ৷

Last Updated :May 24, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.