Changrabandha Corridor: মেখলিগঞ্জের চ্য়াংরাবান্ধায় বাণিজ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্র-রাজ্যের

author img

By

Published : Feb 12, 2023, 10:44 AM IST

Changrabandha

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত কোচবিহারের চ্যাংরাবান্ধা ৷ ভারত-বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পণ্য আমদানি ও রফতানিতে এই এলাকাটি গুরুত্বপূর্ণ ৷ কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো অভাব রয়েছে (Changrabandha Business Corridor Development) ৷

চ্যাংরাবান্ধা, 12 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশে সীমান্ত এলাকায় বাণিজ্যের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে উদ্যোগী হল কেন্দ্র ও রাজ্যের সরকার ৷ পশ্চিমবঙ্গে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্যকেন্দ্র ৷ এখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে ৷ ভুটানও কাছে ৷ দু'দেশের বাণিজ্যের সংযোগকারী পথ বলা যায় মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধাকে ৷ অথচ দীর্ঘ দিন ধরে ব্যবসা-বাণিজ্যের উপযোগী সুযোগ-সুবিধে নেই এখানে ৷

সূত্রের খবর, বাণিজ্যিক পরিকাঠামো গড়া এবং উন্নয়নের জন্য মোদির নেতৃত্বে এনডিএ সরকার এবং তৃণমূল সরকার- দুই তরফে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ আন্তজার্তিক মানের ট্র্যাক টার্মিনাস গড়তে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার কাছে জমি চিহ্নিত করা হয়েছে ৷ দ্রুত এই জমিতে পরিকাঠামো গড়ার কাজ আরম্ভ হতে পারে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবান্নের নির্দেশে এইসব বিষয়ে খোঁজখবর নিতে শনিবার চ্যাংরাবান্ধা সীমান্ত পরিদর্শন করে প্রশাসনিক কর্তারা ।

পরিদর্শনে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সিরাজ দানেশ্বর, মেখলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট অরূপকুমার সাহা, মেখলিগঞ্জের বিডিও অরুণ কুমার সামন্ত, বিএলএলআরও সুজন রায় । এদিন ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক ৷ পরিকাঠামো গড়ার জন্য চিহ্নিত জমিতেও যান তাঁরা ৷ বাণিজ্য কেন্দ্র এলাকায় যে সব পরিকাঠামো তৈরির কথা রয়েছে, তা নিয়ে অতিরিক্ত জেলাশাসক, ভূমি দফতর এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নেওয়া ও জমি দেখেন তাঁরা ৷

আরও পড়ুন: চ্যাংরাবান্ধা সীমান্তে বাণিজ্য ব্যবস্থা পরিদর্শনে ভুটান প্রশাসন

এদিন, অতিরিক্ত জেলাশাসক এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে অবশ্য আশাবাদী স্থানীয় ও ব্যবসায়ীরা ৷ দুই সরকার যদি উন্নয়নের সামিল হলে এলাকা ও দেশের উন্নয়ন হবে, আশাবাদী এলাকার গ্রামপঞ্চায়েত সদেস্য সুনির্মল গুহ ৷ প্রসঙ্গত, রাজ্যের এই চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা দিয়ে বৈদেশিক বাণিজ্য হয় ৷ এখানে একদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত ৷ অন্যদিকে, ভুটানের সীমান্ত জয়গাঁও খুব দূরে নয় ৷ গত বছরের নভেম্বর মাসে বৈদেশিক বাণিজ্যকে আরও উন্নত করতে এলাকা পরিদর্শনে আসেন ভুটানের বিদেশমন্ত্রকের প্রতিনিধি দল ৷ এই দলে ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের প্রধান সেওয়াং লাদেন ও কর্মা শোসারও ছিলেন ৷ কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা দিয়ে দীর্ঘ দিন ধরে ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-ভুটানের মধ্যে পণ্য আমদানি ও রফতানি চলছে ৷ এই পথ দিয়ে প্রতিদিন ভারত ও ভুটান থেকে প্রায় 500 টি ট্রাক বোঝাই বোল্ডার বাংলাদেশে যায় ৷

আরও পড়ুন: দশদিন পর চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে শুরু হল বৈদেশিক বাণিজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.