Post Poll Violence : ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই, কোচবিহারে আটক এক তৃণমূল কর্মী

author img

By

Published : Sep 6, 2021, 8:13 PM IST

CBI detained one TMC worker from Coochbehar in post poll violence

ভোট পরবর্তী হিংসার তদন্তে সোমবার কোচবিহারের নানা জায়গায় আসেন সিবিআই গোয়েন্দারা ৷ রাজাখোর গ্রাম থেকে এক তৃণমূল কর্মীকে আটক করেন তাঁরা ৷ পাশাপাশি, তল্লাশির নামে অভিযুক্তদের বাড়ির আসবাব তছনছ করারও অভিযোগ ওঠে কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরুদ্ধে ৷

কোচবিহার, 6 সেপ্টেম্বর : ভোট-পরবর্তী হিংসার তদন্তে নেমে কোচবিহারের দিনহাটার রাজাখোর গ্রাম থেকে এক তৃণমূল কর্মীকে আটক করল সিবিআই ৷ সোমবার সকালে সিবিআই-এর একটি প্রতিনিধি দল জিয়ারুল মিঁয়া নামে ওই তৃণমূল কর্মীকে তাঁর বাড়ি থেকে আটক করে ৷ পাশাপাশি, এদিন আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে তল্লাশি চালান সিবিআই-এর প্রতিনিধিদলের সদস্যরা ৷ অভিযোগ, সেই সময় তাঁদের বাড়িতে তল্লাশির নামে কার্যত তাণ্ডব চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই দিনহাটা থানার অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েতের জমাদরবস গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয় ৷ তাতে মৃত্যু হয় বিশ্বজিৎ রায় ওরফে হারাধন নামে এক বিজেপি কর্মীর ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে গত অগস্ট মাসের শেষ দিকে কোচবিহারে আসেন সিবিআই প্রতিনিধিরা ৷ কোচবিহার জেলার শীতলকুচি, চিলাখানার পাশাপাশি পেটলার জমাদরবস গ্রামেও তদন্তের কাজে যান তাঁরা ৷

সোমবার সকালে ফের জমাদরবস ও পার্শ্ববর্তী রাজাখোড়া গ্রামে যান সিবিআই-এর প্রতিনিধি দলের সদস্যরা ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এদিন জিয়ারুল মিঁয়া নামে ওই তৃণমুল কর্মীকে আটক করে সিবিআই ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও বিশ্বজিৎ রায় খুনের ঘটনায় জিয়ারুল মিঁয়াকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তারপর জামিনে ছাড়া পান তিনি ৷

আরও পড়ুন : CBI vs CID : নন্দীগ্রামে একই দিনে সিবিআই এবং সিআইডি, রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি

পাশাপাশি, এদিন ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে সিবিআই-এর বিরুদ্ধে ৷ যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি ওই তৃণমূল কর্মীদের পরিবারের সদস্যরা ৷ তবে এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া এই প্রসঙ্গে বলেন, ‘‘সিবিআই কোনও ঘটনার তদন্ত করতেই পারে ৷ কিন্তু তল্লাশির নামে অভিযুক্তদের বাড়ি এভাবে তছনছ করা উচিত হয়নি ওঁদের ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.