ETV Bharat / state

BJP Worker Agitation: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও

author img

By

Published : Feb 27, 2023, 8:22 AM IST

BJP Worker Agitation
বিজেপির থানা ঘেরাও প্রতিবাদ

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে রবিবার থানা ঘেরাও কর্মসূচি বিজেপির (BJP Worker Agitation in Police Station) ৷ এদিন কোচবিহারের মাথাভাঙা, ঘোকসাডাঙ্গা, হলদিবাড়ি, তুফানগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

কোচবিহার, 27 ফেব্রুয়ারি: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে এবার মাঠে নামল বিজেপি ৷ রবিবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করল গেরুয়া শিবির ৷ কোচবিহারের মাথাভাঙা, ঘোকসাডাঙ্গা, হলদিবাড়ি, তুফানগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ৷ দলের মাথাভাঙ্গা শহর মণ্ডল কমিটির তরফে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন, জেলা কমিটির-সহ সভাপতি মনোজ ঘোষ, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন-সহ বিজেপি নেতৃত্ব (Agitation in Police Station to Protest to Attack on Nisith Pramanik)।

বিজেপি নেতা মনোজ ঘোষ বলেন, "এরাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূল দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হচ্ছে (Cooch behar News)। এই ঘটনাকে তীব্র ধিক্কার জনাই।" হলদিবাড়ি শহরের বিজেপির কার্যালয় থেকে মিছিল করে বিজেপির নেতা কর্মীরা থানার সামনে আসে । রবিবার বিকেলে থানায় এসে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব ও কর্মীরা । মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মনের অভিযোগ, রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । মিথ্যা মামলায় বিজেপির নেতা কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে । কোচবিহারের তুফানগঞ্জ থানাতেও এদিন বিক্ষোভ দেখায় বিজেপি । রবিবার বিকালে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে তুফানগঞ্জ থানার সামনে যায় । এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিমল পাল,বিপ্লব চক্রবর্তী প্রমুখ ।

আরও পড়ুন: 'যুবনেতার রাজনৈতিক অপরিপক্কতা'য় উদ্বিগ্ন নিশীথ ! নিশানায় কে ?

প্রসঙ্গত, শনিবার পুলিশকে জানিয়েই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ অভিযোগ, পুলিশের সামনে এদিন দিনহাটার বুড়িরহাটে তাঁর কনভয়ে হামলা চালানো হয় (Dinhata TMC-BJP Clash) ৷ ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচও ৷ তাঁকে লক্ষ্য করে পাথর ও বোমা ছোড়ার ও অভিযোগ করেছেন তিনি ৷ পুলিশের ব্যরিকেড থাকা সত্ত্বেও এই ঘটনা কি ভাবে ঘটল তা নিয়েও সংশয় প্রশ্ন তুলেছেন তিনি ৷ হামলার পর থেকেই সরগরম রাজ্য রাজনীতি । ঘটনায় রবিবার বিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.