ETV Bharat / state

Arms recovery increased at Coochbihar: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কোচবিহারে বাড়ছে অস্ত্র উদ্ধার

author img

By

Published : Apr 1, 2022, 4:41 PM IST

arms recovery increased at coochbihar after CM gives instruction over Bagtui massacre
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কোচবিহারে বাড়ছে অস্ত্র উদ্ধার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কোচবিহারে (Coochbihar news) বাড়ছে অস্ত্র উদ্ধারের ঘটনা (Arms recovery increased at Coochbihar) ৷ গত 2 সপ্তাহে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷

কোচবিহার, 1 এপ্রিল: বীরভূমের বগটুই কাণ্ডের (Bagtui massacre) পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেই তৎপর জেলা পুলিশ । জেলার বিভিন্ন এলাকা থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে (Arms recovery increased at Coochbihar)। গত দু'সপ্তাহে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল । আর এতেই রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি জেনেশুনেই পুলিশ চুপচাপ ছিল । যদিও এ নিয়ে পুলিশ কর্তারা কোনও মন্তব্য করতে চাননি ।

গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দিনহাটা মহকুমা-সহ জেলার বিভিন্ন এলাকায় বোমা-বন্দুকের ব্যাপক ব্যবহার হতে থাকে । প্রায় প্রতি রাতেই বোমাবাজি ও বন্দুক চালানোর মতো ঘটনা ঘটে । পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বোমা, বন্দুক উদ্ধার হলেও কিছুদিন পর তা থেমে যায় । কিন্তু গত কয়েক মাস ধরেই দিনহাটা মহকুমায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটছে ।

আরও পড়ুন: CBI Probe in Rampurhat Massacre : বগটুই-কাণ্ডের সময় কোন প্রভাবশালীর ফোন পেয়েছিল পুলিশ, জানতে চায় সিবিআই

মাসখানেক আগে দিনহাটা (Coochbihar news) শহরে দুষ্কৃতীদের গুলিতে জখম হন দিনহাটা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু দাসের স্বামী তাপস দাস । এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিজেপি আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ এনেছে । তার আগে দিনহাটা-1 ব্লকের গীতালদহে তৃণমূলের একাধিক গোষ্ঠী সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ওঠে । এ ছাড়া দিনহাটার ওকড়াবাড়িতেও বন্দুক তৈরির ছোটখাটো কারখানা উদ্ধার করে জেলা পুলিশ ।

এ সবের মধ্যেই সম্প্রতি বীরভূমের বগটুই গ্রামের ঘটনার পর রাজ্যজুড়ে বোমা ও বন্দুক উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর পরই আরও তৎপর হয়ে ওঠে পুলিশ । কোন কোন এলাকায় কাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, এ সবের তালিকা তৈরি করে অভিযানে নামে । এরপরই জেলার দিনহাটা, সিতাই ও তুফানগঞ্জ থেকে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ।

আরও পড়ুন : Bagtui Massacre : বগটুইয়ের হপ্তা পার, হত্যালীলার পর কীভাবে কাটল 7 দিন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.