কোচবিহার বিমানবন্দর থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হল বিমান, ক্ষতি 50 লাখ

author img

By

Published : Sep 10, 2019, 9:50 AM IST

Updated : Sep 10, 2019, 2:08 PM IST

প্রায় দেড়মাস পর গতকাল বিকেলে কোচবিহার বিমানবন্দর থেকে ফেরত গেল BJP সাংসদ নিশীথ প্রামাণিককে নিয়ে নামা বিমান ।

কোচবিহার, 10 সেপ্টেম্বর : কোচবিহার বিমানবন্দরে বিমান চালুর আশা জাগিয়েছিলেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক ৷ বিমান নিয়ে নেমেছিলেন এই বিমানবন্দরে ৷ কিন্তু, দেড়মাসের মতো পড়ে থাকার পর গতকাল বিকেল পাঁচটা নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিমানটি বাগডোগরার উদ্দেশে রওনা দেয় । এই ঘটনার পর কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর আসা অনেকটাই ক্ষীণ হয়ে গেল বলে আশঙ্কা কোচবিহারের বাসিন্দাদের ।

27 জুলাই কোচবিহার বিমানবন্দরে একটি ছোটো বিমান নিয়ে নামেন নিশীথ প্রামাণিক । সেদিন তিনি জানান, অগাস্টের প্রথম থেকেই কোচবিহার-বাগডোগরা এবং কোচবিহার-গুয়াহাটির মধ্যে বিমান চলাচল করবে । তাঁর সেই ঘোষণার পরদিনই বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষী তুলে নেয় রাজ্য সরকার । এরপরই বিমান পরিষেবা চালু নিয়ে কার্যত অনিশ্চয়তা দেখা দেয় । পরবর্তীতে বিমানবন্দরে 17 জন অবসরপ্রাপ্ত সেনাকে এজেন্সি মারফত নিয়োগ করা হয় । বেশ কিছুদিন বিমানবন্দরে তাঁরা কাজও করেন । এরপর 4 অগাস্ট রাজ্য সরকার কোচবিহার বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে বেশ কিছু পুলিশ দেয় । দমকলও দেওয়া হয় । এরপরই 19 অগাস্ট বিমানবন্দর থেকে নোটাম উঠে যায় । ফলে স্বাভাবিক হয় বিমানবন্দরের পরিস্থিতি ।

দেখুন ভিডিয়ো

সংস্থা সূত্রে জানা গেছে, গত দেড় মাসে অন্তত 50 লাখ টাকার ক্ষতি হয়েছে । কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, "কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর চেষ্টা হয়েছিল । কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সেই আশা নষ্ট হয়ে গেল ।"

বিমানসংস্থার অপারেশন ডিরেক্টর দীপক ছেত্রী বলেন, "প্রচুর আর্থিক ক্ষতি সত্ত্বেও আমরা বিমানবন্দরে বিমানটি রেখে দিয়েছিলাম । গতকাল তা ফেরত নিয়ে গেলাম । জানি না এরপর কী হবে । গোটা বিষয়টি সাংসদকে জানানো হবে ।"

Intro:কোচবিহার ঃ প্রায় দেড় মাস থাকার পর অবশেষে কোচবিহার বিমানবন্দর থেকে ফেরত গেল বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নামা সেই বিমান। সোমবার বিকেল পাঁচটা নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিমানটি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও এই ঘটনার পর কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর আসা অনেকটাই ক্ষীণ হয়ে গেল বলে আশঙ্কা কোচবিহারের বাসিন্দাদের। গোটা বিষয়টি নিয়ে বিমানসংস্থার অপারেশন ডাইরেক্টর দীপক ছেত্রী বলেন, প্রচুর আর্থিক ক্ষতি সত্ত্বেও আমরা বিমানবন্দরে বিমানটি রেখে দিয়েছিলাম। আজ ফেরত নিয়ে যাচ্ছি। জানিনা এর পরে কি হবে। গোটা বিষয়টি সংসদকে জানানো হবে।
জানা গেছে গত 27 জুলাই কোচবিহার বিমানবন্দরের একটি ছোট বিমান নিয়ে নামেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। সে সময় তিনি জানিয়েছিলেন আগস্ট মাসের প্রথম থেকেই কোচবিহার- বাগডোগরা এবং কোচবিহার -গোহাটির মধ্যে বিমান চলাচল করবে। এই ঘোষনার পরই বিতর্ক শুরু হয়। কোচবিহার বিমানবন্দর থেকে দমকল এবং নিরাপত্তা রক্ষী তুলে নেয় রাজ্য সরকার। পাশাপাশি এর ফলে কোচবিহার বিমানবন্দর থেকে পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তীততে বিমানবন্দরে 17 জন অবসরপ্রাপ্ত সেনা কে এজেন্সি মারফত নিয়োগ করা হয়। গত কয়েকদিন ধরে বিমানবন্দরের কাজ করছিলেন তারাই। এরপর গত ৮ আগস্ট রাজ্য সরকার কোচবিহার বিমানবন্দর নিরাপত্তা হিসাবে কিছু পুলিশ ও দমকল দেয় এবং 19 আগস্ট বিমানবন্দর থেকে নোটাম উঠে যায়। ফলে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই আজ বিমান কোচবিহার থেকে বাগডোগড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সংস্থা সূত্রে জানা গিয়েছে গত দেড় মাসে অন্তত 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কোচবিহার এর সাংসদ নিশীথ প্রামানিক বলেন কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর চেষ্টা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সেই আশা নষ্ট হয়ে গেল।# Body:wb_crb_03_plaine start_script_7205341Conclusion:wb_crb_03_plaine start_script_7205341
Last Updated :Sep 10, 2019, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.