ETV Bharat / state

কাটমানির টাকা না পেয়ে মহিলাকে অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Nov 5, 2020, 5:51 PM IST

অভিযোগ, 100 দিনের কাজের যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেখান থেকে টাকা চায় তৃণমূলের কয়েকজন ।

কাটমানির টাকা না পেয়ে মহিলাকে অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল
কাটমানির টাকা না পেয়ে মহিলাকে অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

লোকপুর, 5 নভেম্বর : 100 দিনের কাজের কাটমানির টাকা না দেওয়ায় মহিলাকে ধারালো অস্ত্রের কোপ । ঘটনায় অভিযুক্ত তৃণমূলের কয়েকজন । ঘটনাটি বীরভূমের লোকপুর থানার নাকারা কান্দা এলাকার । আহত মহিলাকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে ৷

অভিযোগ, 100 দিনের কাজের যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেখান থেকে টাকা চায় তৃণমূলের কয়েকজন । টাকা দিতে অস্বীকার করেন ছেপি বাউড়ি নামে 59 বছরের ওই মহিলা । যার জেরে শুরু হয় বচসা । বচসার জেরে ধারালো অস্ত্রের কোপ মারা হয় ওই মহিলাকে । ঘাড়ে অস্ত্রের কোপে গুরুতর জখম হন মহিলা ৷ তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয় । আহত মহিলার ছেলে রমেশ বাউড়ি জানান, "মায়ের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা এসেছে ৷ সেই টাকা ওরা চাইছিল । টাকা না দেওয়ায় মাকে মেরেছে ৷

কাটমানির টাকা না পেয়ে মহিলাকে অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা দেবদাস নন্দী ৷ তিনি বলেন, "এই অভিযোগ মিথ্যা । BJP এই অভিযোগ করেছে । এই এলাকায় BJP-র কোনও সংগঠন নেই ৷ তাই এসব অভিযোগ করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.