ETV Bharat / state

রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

author img

By

Published : Jan 6, 2021, 6:50 AM IST

Updated : Jan 6, 2021, 8:03 AM IST

গতকাল রাতে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । রামপুরহাটের ঘটনা ।

tmc-leader-shot-dead-at-rampurhat
মৃত তৃণমূল কর্মী

রামপুরহাট, 6 জানুয়ারি: রামপুরহাটে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ভাইকে গুলি করে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে । মৃতের নাম বাবর শেখ । বাড়ি রামপুরহাটের বগটুই গ্রামে । ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে ।

মৃতের ভাই ভাদু শেখ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । অভিযোগ, গতকাল রাতে বগটুই গ্রামে ঢোকার আগে কবরস্থানের কাছে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা । এরপর তাঁকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় ।

রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনোয়ার হোসেন বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক । এই খুনের ঘটনায় আমরা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত দেখতে পাচ্ছি । ভাদু শেখ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । তাঁর ভাই বাবর শেখ আমাদের সক্রিয় কর্মী ছিলেন । আমরা এই বিষয়ে পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করেছি ।"

আরও পড়ুন, ওড়িশায় দুই বিজেপি নেতা খুনে নবীন সরকারের আইনমন্ত্রী-সহ 13 জনের বিরুদ্ধে এফআইআর

ভাদু শেখ বলেন, "বাড়ি যাওয়ার পথে দাঁড় করিয়ে আমার দাদাকে জ়িরো পয়েন্ট থেকে গুলি করে খুন করা হয়েছে । এই খুনের পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে । এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । তবে নাম উল্লেখ করে এফআইআর করা হবে । অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করছি।"

যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।

Last Updated :Jan 6, 2021, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.