Tarapith Temple : ছ’দিন বন্ধ থাকার পর খুলল তারাপীঠের মন্দির

author img

By

Published : Sep 9, 2021, 5:05 PM IST

Tarapith Temple reopens after six days

কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের ভিড় ঠেকাতে টানা ছ’দিন বন্ধ ছিল বীরভূমের তারাপীঠের মন্দির ৷ বৃহস্পতিবার ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হয় মন্দিরের দরজা ৷ করোনার সংক্রমণ ঠেকাতেই টানা ছ’দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

তারাপীঠ, 9 সেপ্টেম্বর : ছ’দিন পর দর্শানার্থীদের জন্য খুলে দেওয়া হল তারাপীঠ মন্দির ৷ প্রথা মেনে এদিন ভোর পাঁচটার সময় খোলা হয় মন্দিরের দরজা ৷ উল্লেখ্য, কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের ভিড় ঠেকাতেই গত 3 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল বীরভূমের তারাপীঠ মন্দির ৷ করোনার সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করে বীরভূম জেলা প্রশাসন ও মন্দির কমিটি ৷

আরও পড়ুন : Tarapith Temple : ভক্তদের ছাড়াই শুরু তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো

মন্দির কমিটি সূত্রে খবর, কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠ মন্দিরে সবথেকে বেশি ভক্ত সমাগম হয় ৷ মা তারার পুজো দিতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা করেন তাঁরা ৷ কিন্তু করোনার জেরে আপাতত সেই ঐতিহ্য পালনে ক্ষান্ত থাকতে হচ্ছে ৷ গত বছরেও কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ রাখা হয়েছিল ৷ হিসাব বলছে, করোনার আগে পর্যন্ত প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে কয়েক লক্ষ মানুষ এসেছেন ৷ কর্তৃপক্ষের আশা, করোনার প্রকোপ কমলে আবারও সেই ছবি ফিরবে ৷

আরও পড়ুন : Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির, ভক্তদের না আসার পরামর্শ প্রশাসনের

বৃহস্পতিবার তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘গত 3 সেপ্টেম্বর থেকে মন্দির বন্ধ রাখা হয়েছিল ৷ ছ’দিন পর আজ থেকে ফের খুলে দেওয়া হল মন্দির ৷ তবে আজ খুব একটা ভিড় হয়নি ৷ কিন্তু, আগামী এক-দু’দিনের মধ্যেই ভক্তদের আনাগোনা বাড়বে বলে আমাদের ধারণা ৷’’

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্য়ায় বলেন, ‘‘মন্দির খোলা হলেও স্বাস্থ্যবিধির সঙ্গে কোনও আপস করা হচ্ছে না ৷ যাঁরাই মন্দিরে আসবেন, তাঁদের সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.