সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া দিতে অস্বীকার পুলিশের

author img

By

Published : Aug 4, 2020, 5:28 PM IST

Updated : Aug 5, 2020, 4:19 AM IST

নিজস্ব চিত্র

তিনটি থানায় তিনটি ভিন্ন মামলা দায়ের করা হয়েছিল ETV ভারতের সাংবাদিকের বিরুদ্ধে ৷ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক ৷ সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ হাইকোর্টের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে আজ আমরা যোগাযোগ করেছিলাম তিন থানায় ৷

কলকাতা ও বোলপুর, 4 অগাস্ট : অসামাজিক কাজকে প্রকাশ্যে এনে খবর করেছিলেন ৷ তারপরই পরপর তিনটি মামলা দায়ের করা হয় ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ওই সাংবাদিক ৷ সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ হাইকোর্টের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে যে যে থানায় মামলা হয়েছিল সেই থানার পুলিশ আধিকারিকদের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয় ETV ভারতের তরফে ৷ কী জানালেন তাঁরা ?

বালি গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে বেপরোয়াভাবে চলেছিল পুলিশের গাড়ি ৷ আর সেই গাড়ির ধাক্কাতে মৃত্যু হয়েছিল এক স্থানীয় বাসিন্দার ৷ খবরের পরিপ্রেক্ষিতে 2 জুন বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে ৷ হাইকোর্ট সাংবাদিকের আগাম জামিন মঞ্জুর করার পাশাপাশি স্পষ্ট জানায়, কণ্ঠরোধ করতেই এই মামলা করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ETV ভারত যোগাযোগ করেছিল বোলপুর থানার IC সুমন্ত বিশ্বাসের সঙ্গে ৷ তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আমরা সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলতে পারি না ৷ আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন ৷"

সাংবাদিকের বিরুদ্ধে আর একটি মামলা দায়ের হয়েছিল ইলামবাজার থানায় ৷ নদীর বালি ঘাট থেকে JCB দিয়ে বেআইনিভাবে বালি তোলার খবর প্রকাশ করেছিলেন ওই সাংবাদিক ৷ হাইকোর্ট সেই মামলার পরিপ্রেক্ষিতে জানায়, একজন সাংবাদিকের কাজই হল সৎ পথে যেকোনও বেআইনি কার্যকলাপের বিষয়ে জনগণকে সচেতন করা ৷ এমনকী, এই ধরনের ঘটনায় একটি যথাযথ খবর প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে সাহায্য করে ৷ বিষয়টি নিয়ে একাধিকবার ইলামবাজার থানার OC দেবব্রত সিংহকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি । হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে ETV ভারত বীরভুমের পুলিশ সুপার শ্যাম সিংকে ফোন করেছিল তাঁর প্রতিক্রিয়া জানতে । পুলিশ সুপার শ্যাম সিং জানান, হাইকোর্টের নির্দেশ হাতে পাননি । পেলে আইনত যা করার তাই করা হবে ।

শান্তিনিকেতনের একটি রিসর্টে অবাধে চলছে নগ্ন ফটোশুট । এই খবর করেছিলেন অভিষেক দত্ত রায় । সেই খবর করার জন্য শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল । হাইকোর্ট জানিয়েছে, এই সংক্রান্ত খবর করে কোনও অপরাধ করেননি অভিষেক দত্ত রায় । তাই তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতিরা । বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য ETV ভারতের তরফে ফোন করা হয় শান্তিনিকেতন থানার OC কস্তুরি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায়ের কাছে ৷ তাঁদের প্রতিক্রিয়া ও সোনাঝুরির ওই হোটেল মালিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানতে চাওয়া হয় । OC বলেন, "এখনও পর্যন্ত বিষয়টির তদন্ত চলছে । তাই তদন্ত নিয়ে কোনও কিছুই জানানো যাবে না । তদন্ত শেষ হলে এই বিষয়ে কথা বলা যাবে । হাইকোর্টের রায় সম্পর্কে আমার কোনও প্রতিক্রিয়া নেই । কারণ আমি মুখপাত্র নই । যা বলার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন ।"

Last Updated :Aug 5, 2020, 4:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.