ETV Bharat / state

Visva-Bharati University: রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ, বিশ্বভারতীর পরিদর্শক হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

author img

By

Published : Oct 21, 2022, 7:11 PM IST

বিশ্বভারতীর পরিদর্শক হিসাবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) মেয়াদ শেষ হয়েছে । সেই জায়গাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu ) বিশ্বভারতীর পরিদর্শক হলেন ৷

President of India
Draupadi Murmu

শান্তিনিকেতন, 21 অক্টোবর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu ) । প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) মেয়াদ শেষ হতেই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন দেশের বর্তমান রাষ্ট্রপতি (Visitor of Visva-Bharati University) ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভিজিটর) হন দেশের রাষ্ট্রপতি, আচার্য হন দেশের প্রধানমন্ত্রী এবং প্রধান পদে আসীন হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল । বিশ্বভারতীর পরিদর্শক হিসাবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হয়েছে । সেই জায়গাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বভারতীর পরিদর্শক হলেন ৷

ইতিমধ্যেই বিশ্বভারতীর ওয়েবসাইটে রাষ্ট্রপতির ছবি দিয়ে তাঁর নয়া পদে আসীন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে ৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের পর দ্বিতীয় মহিলা পরিদর্শক হলেন দ্রৌপদী মুর্মু । 1951 সালে তৈরি বিশ্বভারতীর নিজস্ব আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণের ক্ষমতা থাকে পরিদর্শকের ৷

আরও পড়ুন: বৃষ্টিতে ভাঙল শাল গাছ, তছনছ বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ছাতিমতলা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.