ETV Bharat / state

Santiniketan Chhatimtala: বৃষ্টিতে ভাঙল শাল গাছ, তছনছ বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ছাতিমতলা !

author img

By

Published : Sep 11, 2022, 7:26 AM IST

শান্তিনিকেতন হারাল তার ঐতিহ্যবাহী ছাতিমতলা ৷ শনিবার দফায় দফায় বৃষ্টির জেরে গাছ ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে বহু ইতিহাসের সাক্ষী এই ছাতিমতলা (Santiniketan Chhatimtala demolished) ৷

ETV Bharat
ETV Bharat

শান্তিনিকেতন, 11 সেপ্টেম্বর: দুপুর থেকে দফায় দফায় বৃষ্টিতে গাছ পড়ে সম্পূর্ণ তছনছ হয়ে গেল ঐতিহ্যবাহী ছাতিমতলা । শান্তিনিকেতনে ব্রহ্মাশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা এই ছাতিমতলা থেকেই ৷ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধনাস্থল এই জায়গা (Santiniketan Heritage Chhatimtala demolished due to heavy rain in Bolpur Birbhum) ৷

শান্তিনিকেতনে এই ছাতিমতলার সঠিক ইতিহাস নিয়ে মতান্তর রয়েছে ৷ তবে জানা যায়, 1862 সালে ব্রাহ্ম সমাজের প্রসার ও প্রয়াসের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে অজয় নদের তীরে রায়পুরের সিংহ বাড়িতে আসেন ৷ এই পথ ধরে পালকি নিয়ে যাওয়ার সময় দু'টি ছাতিমগাছের নীচে বিশ্রাম নেন তিনি । প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম এই পরিবেশটি তাঁকে আকর্ষণ করে ৷

Santiniketan Chhatimtala
শান্তিনিকেতনের সেই ঐতিহ্যবাহী ছাতিমতলা

পরে 1863 সালের 1 মার্চ ভুবনডাঙার পুকুর-সহ বছরে 5 টাকা খাজনার বিনিময়ে 20 বিঘা জমির মৌরসীপাট্টা নেন দেবেন্দ্রনাথ ঠাকুর । শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পরে এই ছাতিমতলাতেই উপাসনা করতেন তিনি ৷ অর্থাৎ, শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূত্র বাঁধা এই ছাতিমতলা থেকেই । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এখানে উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ ও বিশ্বভারতীর নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৷ এখানে রাখা বেদিটিতে লেখা আছে, "তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি ।" বিশ্বকবির প্রয়াণের পর এই ছাতিমতলাতেই হয়েছিল বিশেষ উপাসনা।

আরও পড়ুন: হাওড়া স্টেশনেই এবার মুঠো ভর্তি শান্তিনিকেতন

7 পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন ৷ তাই প্রতি বছর এই দিনে ছাতিমতলায় উপাসনার আয়োজন করা হয় । বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন 25 বৈশাখ ও প্রয়াণ দিবস 22 শ্রাবণে বিশেষ উপাসনার ব্যবস্থা করা হয় এখানে ৷ এছাড়া খ্রিস্টোৎসবেও আলো দিয়ে সাজানো হয়ে থাকে এই ছাতিমতলা ৷ তাই বোঝাই যায় নানা কারণে বিশ্বভারতীর এই ছাতিমতলা তাৎপর্যপূর্ণ ৷

শনিবার বৃষ্টিতে এই ছাতিমতলার বেদির দু'দিকে থাকা দু'টি শাল গাছ ভেঙে যায় ৷ তাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ঐতিহ্যবাহী ছাতিমতলা । একে আপাতত চটের বস্তার ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে । জানা গিয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ছাতিমতলার সংস্কারের কাজে হাত দেবে ৷ প্রসঙ্গত, রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন বটবৃক্ষ উপড়ে ভেঙে গিয়েছিল ঐতিহ্যবাহী ঘণ্টাতলা ৷ ক্ষতিগ্রস্ত হয় নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজের শিল্পকলায় সমৃদ্ধ কালোবাড়ি, চৈতি বাড়ি, কোনার্ক বাড়ি, উদীচী বাড়িও । এবার তছনছ ছাতিমতলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.