ETV Bharat / state

Demonstration at Visva Bharati : অনলাইন-অফলাইন পরীক্ষার দাবি, ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

author img

By

Published : Jun 21, 2022, 9:22 PM IST

একপক্ষ চাইছে অফলাইন পরীক্ষা আর অন্যপক্ষ অনলাইন ৷ দু'পক্ষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Student Demonstration at Visva Bharati)। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীদের ৷ ছাত্র বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল এদিনের স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের পরীক্ষা ৷

Demonstration at Visva Bharati
ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

শান্তিনিকেতন, 21 জুন : অনলাইনের দাবিতে পরীক্ষা বয়কট করে চলছে ছাত্র বিক্ষোভ । অফলাইনে পরীক্ষা দিতে চেয়ে পালটা বিক্ষোভ পড়ুয়াদের একাংশের ৷ দু'পক্ষের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী (Student Demonstration at Visva Bharati)। যদিও এদিন স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারে পরীক্ষা বন্ধ হয়ে যায় ৷

পাঠ্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি, অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি ৷ তাই বহু পড়ুয়া গ্রীষ্মের ছুটির পর আসতে পারেনি ৷ এছাড়া দেশের বেশকিছু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষা হচ্ছে ৷ এই রকম বেশ কয়েকটি দাবি নিয়ে অনলাইনে পরীক্ষা দিতে চান পড়ুয়াদের একাংশ ৷ তাই মঙ্গলবার সকাল থেকে বিশ্বভারতীর অধিকাংশ বিভাগে ভবনের গেটে তালা ঝুলিয়ে পরীক্ষা বয়কট করে দেওয়া হয় ৷

অপরদিকে, পড়ুয়াদের আরেক অংশ অফলাইনেই পরীক্ষা দিতে চান ৷ তাঁদের অভিযোগ, এদিন পরীক্ষা দিতে গেলে তাঁদের বাধা দেয় আন্দোলনকারী পড়ুয়ারা ৷ দু'পক্ষের ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । মোতায়েন করা হয়েছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী ৷ তবে ছাত্র বিক্ষোভে এদিনের স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়ে যায় ৷

ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

আরও পড়ুন : উপাচার্যের বাসভবনের সামনে ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ

অফলাইনে পরীক্ষা দিতে চান এমন পড়ুয়াদের মধ্যে অঙ্কিত ভকত ও সৌরভ দলুই বলেন, "আমরা পরীক্ষা দিতে চাই ৷ আজ পরীক্ষা দিতে এসেছি ৷ কিন্তু আমাদের পরীক্ষা দিতে বাধা দেওয়া হচ্ছে । আমরা অফলাইনেই পরীক্ষা দিতে চাই ৷ পরীক্ষা না-হলে আমরা চাকরির পরীক্ষায় বসতে পারব না ।"

অনলাইনে পরীক্ষা দিতে চান এমন এক আন্দোলনকারী ছাত্রী বলেন, "দেশের অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা হচ্ছে ৷ আমাদের নয় কেন ৷ অনেক ছাত্রছাত্রী আসতে পারেনি তাই অনলাইনে পরীক্ষা নিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.