ETV Bharat / state

Visva Bharati University: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি, সমর্থন ভাষাবিজ্ঞানী নোম চমস্কির

author img

By

Published : Jan 10, 2023, 8:53 PM IST

Visva Bharati University ETV BHARAT
Visva Bharati University

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন দেশ ও বিশ্বের 261 জন শিক্ষাবিদ ৷ সেই চিঠিতে সই করেছেন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি (Noam Chomsky Signs Letter to President Opposing Visva Bharati VC Bidyut Chakrabarty) ৷

বোলপুর, 10 জানুয়ারি: এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Visva Bharati VC Bidyut Chakrabarty) বিরুদ্ধে সরব প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি (Noam Chomsky) ৷ ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে 261 জন শিক্ষাবিদ সই করা চিঠি দিলেন রাষ্ট্রপতিকে ৷ উপাচার্যের বিরুদ্ধে সেই সই গ্রহণ অভিযানে সামিল হয়েছেন অমর্ত্য সেনের কন্যাও ৷ প্রসঙ্গত, দীর্ঘ 4 বছরে একাধিক অধ্যাপক-অধ্যাপিকা এবং পড়ুয়াকে সাসপেন্ড ও বরখাস্ত করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ বিশ্বভারতীর এমন একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সরব হয়েছেন আন্তর্জাতিক স্তরের শিক্ষাবিদরা ৷

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন পড়ুয়া, প্রাক্তনী, আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকদের একটা বড় অংশ ৷ এমনকি, বিদ্যুৎ চক্রবর্তী নিজেও বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৷ কখনও 'রবীন্দ্রনাথ ঠাকুর বহিরাগত' বলে, কখনও পৌষমেলা ও বসন্তোৎসব বন্ধ করে দিয়ে বিতর্কে জড়িয়েছেন ৷ সদ্য এক ছাত্রকে ভর্তি না-নেওয়া ও ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না-দেওয়া নিয়ে 24 দিন উপাচার্যের বাসভবনের সামনে ধরনা চলেছে ৷ তার জেরে 7 জন পড়ুয়াকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ পাশাপাশি অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে ৷

তাই উপাচার্যের বিরুদ্ধে সরব হলেন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাবিদরা ৷ একইভাবে সরব হলেন, বিশ্বের অন্যান্য প্রান্তের শিক্ষাবিদেরাও ৷ এই রকম 261 জন অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাবিদের সমর্থনে উপাচার্যের বিরুদ্ধে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেওয়া হয়েছে ৷ এই চিঠির সমর্থনে নাম রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রখ্যাত তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী নোম চমস্কির ৷ এছাড়াও নাম রয়েছে, আলবামা হান্টসভিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি ডিকোস্টা, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জয়তি ঘোষ প্রমুখ ৷

Noam Chomsky Signs Letter to President
বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে লেখা শিক্ষাবিদদের চিঠি

আরও পড়ুন: ‘ক্ষমা করব না’, জমি বিতর্কে নাম না-করে অমর্ত্য সেনকে নিশানা উপাচার্যের

এছাড়াও, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, কল্যাণী, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, আলিয়া, দিল্লি স্কুল অফ ইকনমিকস, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ উল্লেখ্য, রাষ্ট্রপতি হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক ৷ অন্যদিকে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অনলাইনে একটি সিগনেচার ক্যাম্পেনিং শুরু হয়েছে ৷ তাতেও দেশ বিদেশের 1387 জন অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাবিদ সই করেছেন ৷ সেখানে সই রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কন্যা অন্তরা দেব সেনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.