ETV Bharat / state

Visva Bharati VC slams Amartya Sen: ‘ক্ষমা করব না’, জমি বিতর্কে নাম না-করে অমর্ত্য সেনকে নিশানা উপাচার্যের

author img

By

Published : Dec 14, 2022, 4:29 PM IST

Updated : Dec 14, 2022, 5:53 PM IST

Visva Bharati VC Bidyut Chakrabarty Criticises Amartya Sen Over Land Controversy
Visva Bharati VC Bidyut Chakrabarty Criticises Amartya Sen Over Land Controversy

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগে ফের অমর্ত্য সেনকে নিশানা করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC Bidyut Chakrabarty Criticises Amartya Sen) ৷ তবে, নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম নেননি উপাচার্য ৷

বাসভবনের সামনে দাঁড়িয়ে নাম না করে অমর্ত্য সেনকে বিঁধলেন বিশ্বভারতীর উপাচার্য

শান্তিনিকেতন, 14 ডিসেম্বর: ‘‘জমির ব্যাপারে যা অন্যায় উনি (অমর্ত্য সেন) করেছেন, সে অন্যায় আমি ক্ষমা করব না ৷’’ জমি বিতর্কে নাম না করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ফের নিশানা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Visva Bharati VC Bidyut Chakrabarty Criticises Amartya Sen) ৷ এর আগেও অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল (Land Controversy) করে রেখেছেন বলে বিতর্কে জড়িয়ে ছিলেন উপাচার্য ও বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ আবারও অমর্ত্য সেনকে নিয়ে বিস্ফোরক উপাচার্য ৷ আর এই জমি ইস্যুতে নাম না করেই উপাচার্য দাবি করেছেন, বাঙালিদের মধ্যে অমর্ত্য সেনকে নিয়ে মিথ্যে অভিমান রয়েছে ৷

উল্লেখ্য, বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সঙ্গী ছিলেন ক্ষিতিমোহন সেন ৷ সম্পর্কে যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু ৷ স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই অর্থনীতিবিদের 'অমর্ত্য' নামকরণ করেছিলেন ৷ কবিগুরুর জীবদ্দশায় থেকেই শান্তিনিকেতনে ‘প্রতীচী’ নামে বাড়ি রয়েছে সেন পরিবারের ৷ যেখানে বর্তমানে অমর্ত্য সেন থাকেন ৷ যা নিয়ে সাম্প্রতিককালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অভিযোগ করেছিলেন, বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন অমর্ত্য সেন ৷ আর তাঁর সেই অভিযোগের জেরে বিতর্কে জড়ান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

উপাচার্যের সেই মন্তব্যের জেরে সরগরম হয়ে উঠেছিল, রাজ্য তথা দেশের রাজনীতি ৷ বোলপুরে এসে প্রতিবাদ মিছিল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরবর্তী সময়ে শান্তিনিকেতনে এসে উপাচার্যের অভিযোগের জবাবে জমি জরিপে প্রস্তাবও দিয়েছিলেন অমর্ত্য সেন ৷

গত কয়েকমাসে সেই বিতর্ক যে ছাই চাপা আগুনের মতো ধিক ধিক করে জ্বলছিল, তা ফের একবার বুঝিয়ে দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ সেই বিতর্ককে ফের উস্কে দিলেন তিনি ৷ এদিনও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষী ও পুলিশের ঘেরাটোপে কেন্দ্রীয় কার্যালয় থেকে বাসভবনে ফেরেন উপাচার্য ৷ পরে বাড়ি থেকে বেরিয়ে এসে নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানান তিনি ৷ সেই সময় তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর 67 একর জমি কবজা করে রেখেছে ৷ তাতে বড় বড় লোকও আছে ৷ কিন্তু, সেই বড় বড় লোকের নাম করলে বাঙালিরা আমাকে খেয়ে ফেলবে ৷ কারণ বাঙালিদের মধ্যে মিথ্যে একটা অভিমান আছে ৷ যেহেতু বড় লোক হয়ে গিয়েছেন ৷ তিনি যদি চুরিও করেন বলতে পারব না ৷ তবে আমি বলেছি ৷ আপনারা জানেন আমি কার কথা বলছি ৷’’

আরও পড়ুন: আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ইট ছুড়লেন উপাচার্য ! ফের উত্তেজনা বিশ্বভারতীতে

এর পরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম না করে উপাচার্য বলেন, ‘‘জমির ব্যাপারে যে অন্যায় উনি করেছেন, তা আমি ক্ষমা করব না ৷ ওনার পড়াশোনার দিকে যে নাম, সেটা আমি খুবই শ্রদ্ধা করি ৷ বিশ্বভারতীর সঙ্গে অন্যায় করেছেন, তাঁর প্রতি আমার কোন শ্রদ্ধা নেই ৷’’ এক কথায় অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে নতুন করে বিতর্ক উস্কে দিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷’’

Last Updated :Dec 14, 2022, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.