ETV Bharat / state

Mamata Meets Visva-Bharati Students: বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে বৈঠক, বিষয়টি সংসদে উত্থাপনের নির্দেশ মমতার

author img

By

Published : Jan 31, 2023, 6:18 PM IST

Updated : Jan 31, 2023, 7:15 PM IST

বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Meets Visva-Bharati Students)৷ পড়ুয়াদের কথা সংসদে উত্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি (Mamata in Birbhum)৷

Mamata Meets Visva Bharati Students ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে বৈঠক করলেন মমতা

বোলপুর, 31 জানুয়ারি: কেউ পড়ুয়াদের পাশে না থাকলেও আমি আছি ৷ বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে বৈঠক শেষে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Meets Visva-Bharati Students)। এই বৈঠকে জেলার সাংসদ, বিধায়কদেরও থাকতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । পড়ুয়াদের সমস্যার কথা সংসদে উত্থাপন করা হবে বলে বৈঠক শেষে জানালেন শতাব্দী রায় (Mamata in Birbhum)৷ এ ছাড়াও মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে, বিশ্বভারতী থেকে সাসপেন্ড হওয়া পড়ুয়ারা চাইলে রাজ্যের যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন ৷

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষের এই অভিযোগে সরগরম হয় সব মহল । শান্তিনিকেতনে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ৷ 1.38 একর জমিই অমর্ত্য সেনের, এই দাবি করে ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি তাঁর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী । এমনকী নাম না করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ দিন বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় উপাচার্য বিরোধী আন্দোলনকারী বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যাপকেরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ প্রায় 45 মিনিট তাঁদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা কাজল শেখকে থাকার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । জানা গিয়েছে, দীর্ঘক্ষণ পড়ুয়াদের কথা শোনেন মমতা । তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।

Mamata Meets Visva Bharati Students ETV Bharat
বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে বৈঠকে মমতা

আরও পড়ুন: একটা ছোট্ট ছক্কা মেরে গেলাম, বিশ্বভারতীকে চ্যালেঞ্জ ছুড়ে রাজীব স্মরণ মমতার

বৈঠক শেষে বাইরে বেরিয়ে নাম না করে উপাচার্যের ভূমিকা ও বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরে তিনি বলেন, "ছাত্রীকে গবেষণা করতে দিচ্ছে না, সন্তানসম ছাত্রদের সাসপেন্ড করছে ৷ আমি ওদের কাছে সব শুনলাম ৷ কেউ ওদের পাশে না থাকুক, আমি ওদের পাশে আছি । আমি শুনেছি গুরুদেবের বিশ্বভারতীতে এখন আর 'আমাদের শান্তিনিকেতন' গানটি হয় না ।"

বৈঠক শেষে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, "বিশ্বভারতী পড়ুয়াদের কথা শুনলেন দিদি ৷ আমাকে বললেন সংসদে বিষয়টি নিয়ে কথা বলতে ।"
রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমাদের সবাইকে এই বৈঠকে থাকতে বলেছিলেন দিদি ৷ বিশ্বভারতী নিয়ে অনেক মামলা চলছে । সেই নিয়েই আইনি বিষয়গুলি দেখে নিতে বললেন তিনি ।"

বৈঠক শেষে পড়ুয়াদের মধ্যে মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আমদের সব কথাই মনোযোগ দিয়ে শুনলেন মুখ্যমন্ত্রী ৷ আমরা আমাদের সমস্যাগুলি বললাম ৷ তিনি আমাদের পাশে আছেন বললেন ৷ এছাড়া বললেন, সাসপেন্ড হওয়া পড়ুয়ারা চাইলে রাজ্যের যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন ৷ সেই ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ।"

Last Updated :Jan 31, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.