ETV Bharat / state

Deucha Pachami Coal Block: 'জল জঙ্গল জমির অধিকার ছাড়ব না !' দেউচা পাচামিতে আন্দোলনে ধার আদিবাসীদের

author img

By

Published : Nov 16, 2022, 7:40 PM IST

Deucha Pachami Coal Block
'জল জঙ্গল জমির অধিকার ছাড়ব না !' দেউচা পাচামিতে আন্দোলনে ধার আদিবাসীদের

বীরভূমের প্রস্তাবিত খোলা মুখ কয়লা খনি প্রকল্প দেউচা পাচামি (Deucha Pachami Coal Block) নিয়ে জটিলতা আরও বাড়ছে ৷ বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জল জঙ্গল জমির অধিকার না ছাড়ার সিদ্ধান্ত স্থানীয় আদিবাসীদের ৷ খনিবিরোধী আন্দোলনে আরও শান দেওয়ার ডাক !

দেউচা পাচামি (বীরভূম), 16 নভেম্বর: "জেলে গিয়ে পদ খুইয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ! জেল হেফাজতে রয়েছেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ! তাহলে কোন ভরসায় এই সরকারকে কয়লা শিল্পের জন্য জমি দেব ?" প্রশ্ন তুলছেন বীরভূমের দেউচা পাচামির আদিবাসী মানুষজন ৷ বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর দিন থেকে নতুন করে খনিবিরোধী আন্দোলনে ডাক দিয়েছেন তাঁরা ৷ ফলে আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রস্তাবিত খোলা মুখ কয়লা খনি (Deucha Pachami Coal Block) প্রকল্পের রূপায়ন এখন কার্যত বিশ বাঁও জলে ৷ কারণ, এই অঞ্চলে খোলা মুখ কয়লা খনি করতে হলে কমপক্ষে 21 হাজার মানুষের বসতি সরাতে হবে ৷ ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, চারণক্ষেত্র ও জলাভূমি ৷

যদিও, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, "আমাদের সরকার যা ক্ষতিপূরণ দিচ্ছে, তা সারা ভারতের কেউ দিতে পারবে না ৷ মানুষ নিজে থেকেই জমি দিচ্ছেন ৷ এক আধজন মানুষ, যাঁরা এখনও বুঝতে পারেননি, তাঁদের বুঝিয়েই জমি নেব ৷ আমরা নন্দীগ্রাম, সিঙ্গুরের মতো জোর করব না ৷"

আরও পড়ুন: 'দেউচা-পাচামিতে কয়লা খনি হতে দিবক লাই', রাজপথে হুঁশিয়ারি আদিবাসীদের

বিশেষজ্ঞরা বলছেন, ক্রিটেশিয়াস যুগে ভূ-আন্দোলনের ফলে ছোটনাগপুর প্রান্তীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভূগর্ভে চলে যায় ৷ তাই ঝাড়খণ্ড-বাংলা সীমানা-সহ বীরভূমের দেউচা পাচামি এলাকা খনিজ সম্পদে ভরপুর ৷ দেউচা পাচামির কমপক্ষে 3 হাজার 400 একর জমিজুড়ে 1 হাজার 179 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে ৷ যা উত্তোলিত হলে এটিই হবে আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি ৷ এছাড়াও, কয়লার স্তরের উপর 1 হাজার 138 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট শিলাস্তর রয়েছে ৷ তাই এখানে কয়লা খনি প্রকল্পের জন্য এখনও পর্যন্ত 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ৷ যার মধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সরকারি হিসাব অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্প এলাকায় 12টিরও বেশি গ্রামে কমপক্ষে 4 হাজার 314টি বাড়িতে 21 হাজারেরও বেশি মানুষের বাস ৷ এই বসত এলাকার অধিকাংশই আদিবাসী অধ্যুষিত গ্রাম ৷ জমিদাতাদের অন্যত্র জমি, চাকরি-সহ একাধিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সব মিলিয়ে 4 হাজার 942 জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ৷

'জল জঙ্গল জমির অধিকার ছাড়ব না !' দেউচা পাচামিতে আন্দোলনে ধার আদিবাসীদের

কিন্তু, দেউচা পাচামির মানুষ স্পষ্ট জানাচ্ছেন, তাঁরা কোনওভাবেই কয়লা শিল্পের জন্য জমি দেবেন না ৷ তাঁদের বক্তব্য, জল, জমি, জঙ্গলের অধিকার তাঁরা কিছুতেই ছাড়বেন না ৷ বাসিন্দাদের যুক্তি, "এক এক করে রাজ্য়ের মন্ত্রী, নেতারা জেলে যাচ্ছেন ৷ কোন ভরসায় এই সরকারকে শিল্পের জন্য জমি দেব ! তাছাড়া, দিনের পর দিন চাকরির জন্য কলকাতায় ধরনায় বসে রয়েছেন কত যোগ্য প্রার্থী ৷ তাঁদের কেন সরকার এখনও চাকরি দিতে পারেনি ?" তাই আদিবাসীরা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী থেকেই খনিবিরোধী আন্দোলনকে আরও জোরদার করার ডাক দেন ৷ সাফ জানিয়ে দেন, পূর্বপুরুষের ভিটে, মাটি থেকে এক ইঞ্চিও নড়বেন না তাঁরা ৷

দেউচা পাচামির বাসিন্দা রতন হেমব্রম, হেমবতী মান্ডি, লক্ষ্মীকান্ত হাঁসদা, ধানী হেমব্রমরা বলছেন, "আমরা কয়লা শিল্পের জন্য জমি দিতে চাই না ৷ সব সরকারের ভাঁওতা ৷ মন্ত্রী, নেতারা জেলে যাচ্ছেন ৷ কোন ভরসায় জমি দেব ৷ আমাদের জল, জঙ্গল, জমির অধিকার এক ইঞ্চিও ছাড়ব না ৷ আমরা না হয় জমি দিয়ে চাকরি পাব ৷ আমাদের পরের প্রজন্ম কী দিয়ে চাকরি পাবে ? জমি দিলে আমাদের চাকরি দেবে বলছে সরকার ৷ আর চাকরির যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছেন ! তাই কোনওভাবেই আমরা জমি দেব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.