Minor Marriage : সাবালক হয়েছে কনে, বিয়েতে আমন্ত্রিত চাইল্ড লাইনের সদস্যরা

author img

By

Published : Sep 21, 2021, 10:56 PM IST

child-line-members-are-invited-in-a-marriage-in-siuri-birbhum

এক বছর আগে এক নাবালিকার বিয়ে রুখে দিয়েছিল চাইল্ড লাইনের সদস্যরা ৷ বর্তমানে সেই নাবালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার পর, আজ তাঁর বিয়ের আয়োজন করেছে পরিবার ৷ সেই বিয়েতে আমন্ত্রিত হয়ে এলেন চাইল্ড লাইন এবং সেদিনর সেই আইন বিরুদ্ধে বিয়ে রুখতে সাহায্য করা সরকারি আধিকারিকরা ৷

সিউড়ি (বীরভূম), 21 সেপ্টেম্বর: এক বছর আগে বীরভূমের চাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা নাবালিকা সুপ্রিয়া দাসের বিয়ে বন্ধ করেছিল চাইল্ড লাইন সদস্যরা ৷ তখন তাঁর বয়স ছিল 17 বছর ৷ সেই সময় চাইল্ড লাইনের সদস্য়দের কথায় মেয়ের বিয়ে বন্ধ করে দিয়েছিল পরিবার ৷ কথা দিয়েছিল, তাঁদের মেয়ে সাবালিকা হলেই বিয়ে হবে ৷ এক বছর পর আজ ফের বিয়ের পিঁড়িতে সুপ্রিয়া দাস ৷ কিন্তু, আজ তিনি সাবালক ৷ আর তাঁর বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ওই চাইল্ড লাইনের সদস্যরা ৷ তাঁরা সুপ্রিয়ার বিয়েতে যান এবং বর-কনেকে আর্শীবাদ করেন ৷

বীরভূমের সিউড়ি 1নং ব্লকের চাঙ্গুরিয়া গ্রামের সুপ্রিয়া দাসের বিয়ে ঠিক হয়েছিল গত এক বছর আগে ৷ কিন্তু সেই সময় তার 18 বছর হয়নি ৷ খবর পেয়ে সিউড়ি চাইল্ড লাইন সংস্থার সদস্যরা ওই নাবালিকার বাড়িতে পৌঁছায় বিয়ে বন্ধ করতে ৷ সেখানে তারা ওই নাবালিকা এবং তার পরিবারের সদস্যদের বোঝান প্রাপ্তবয়স্ক না হলে কেন বিয়ে দেওয়া বা করা যায় না ৷ বিয়ে হলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন তাঁরা, তাও বোঝানো হয় ৷ সেই সময় সবকিছু বুঝতে পেরে মেয়ের বিয়ে থামিয়ে দিয়েছিল পরিবার ৷

আরও পড়ুন : Bengal's First Lung Transplantation: রাজ্যের প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন কলকাতায়

18 বছর পূরণ হওয়ার পর আজ সুপ্রিয়া দাসের বিয়ে ৷ তাঁর বিয়েতে চাইল্ড লাইনের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ আজ সকালে কনেকে আর্শীবাদ করতে, তাঁর বাড়িতে পৌঁছে যান চাইল্ড লাইনের সদস্যরা ৷ তাঁরা তাঁকে বিভিন্ন উপহার দেন ৷ চাইন্ড লাইনের সদস্যরা এটাকে তাঁদের জয় বলে মনে করছেন ৷ কারণ, এক নাবালিকার বিয়ে রুখতে পেরেছিলেন তাঁরা এবং পরিবার তাঁদের কথা বুঝতে পেরে এক বছর পর মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ায়, তাঁর বিয়ে দিচ্ছেন ৷

সাবালক হয়েছে কনে, বিয়েতে আমন্ত্রিত চাইল্ড লাইনের সদস্যরা

আরও পড়ুন : North Bengal : বিজেপিতে ‘উত্তুরে’ হাওয়া, সুকান্ত কি পারবেন রাজ্য রাজনীতিতে উত্তরবঙ্গের ওজন বাড়াতে ?

পাশাপাশি, সুপ্রিয়া দাস এবং তাঁর পরিবারের উদ্দেশ্যে ওই চাইল্ড লাইনের তরফে একটি বার্তাও দেওয়া হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, সমাজে কোথাও নাবালিকার বিয়ে হতে দেখলে তাঁরা যেন রুখে দাঁড়ান ৷ প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেন ৷ নাবালিকার বিয়ে দিলে যে ক্ষতি হতে পারে, তা যেন সবাইকে বোঝান তাঁরা ৷ এ দিনের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরভূম জেলার আইসিডিসিএস কো-অর্ডিনেটর দীনেশ দাস ৷ কন্যাশ্রী প্রকল্পের কো-অর্ডিনেটর ঈশিতা মণ্ডল এবং চাইল্ড লাইনের সদস্য দেবাশিস দাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.