ETV Bharat / state

Anubrata Mandal অনুব্রত কন্যার নামে রাইস মিলে সিবিআই তল্লাশিতে মিলল দলিলসহ বহু নথি

author img

By

Published : Aug 19, 2022, 5:26 PM IST

Updated : Aug 19, 2022, 6:20 PM IST

Etv Bharat
অনুব্রত কন্যার নামে রাইস মিলে সিবিআই তল্লাশিতে মিলল দলিলসহ বহু নথি

বোলপুরের কালিকাপুর এলাকায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার মেয়ের মালিকানাধীন একটি চাল কলের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Finds out another asset of Anubrata Mandal) ৷ শুক্রবার সেই চাল কলে সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই ৷

বোলপুর, 19 অগস্ট: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) নামে নয়া সম্পত্তির হদিস সিবিআই'য়ের (CBI) হাতে ৷ যদিও এক্ষেত্রে অনুব্রত নন, বোলপুরের ত্রিশূলাপট্টী এলাকায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার মেয়ের মালিকানাধীন একটি চাল কলের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Finds out another asset of Anubrata Mandal at Kalikapur in Bolpur) ৷ শুক্রবার সেই চাল কলে সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই ৷ তল্লাশির পর অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের নামে ভোলে বোম চাল কল থেকে বহু নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর ৷ রাইস মিল কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা ৷

2013 বোলপুরের ত্রিশূলাপট্টীতে 5কোটি টাকা দিয়ে একটি রাইস মিল কেনেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মিলটি রয়েছে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে ৷ গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর কমপক্ষে 45টি সম্পত্তির হদিশ পায় সিবিআই ৷ সেই 45টি সম্পত্তিরই একটি বোলপুরের 'ভোলে বোম রাইস মিল' ৷ মিলের ভেতরে 5টি দামি গাড়িরও সন্ধান মিলেছে ৷ যদিও গাড়িগুলি অনুব্রতর নামে নয়। সেগুলি রয়েছে অনুব্রতর সহায়ক অর্ক দত্ত, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মলয় পীঠ, সিউড়ির ব্যবসায়ী প্রবীর মণ্ডলের নামে।

অনুব্রত কন্যার নামে রাইস মিলে সিবিআই তল্লাশিতে মিলল দলিলসহ বহু নথি

আরও পড়ুন: বিতর্কের জেরেই স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়ির ঠাঁই চাল কলে, দাবি চেয়ারম্য়ানের

এদিন তল্লাশি চালিয়ে মিলের দলিল, লেনদেনের কাগজপত্র-সহ একাধিক নথি হাতে পেয়েছেন সিবিআই অফিসারেরা। এছাড়াও, মিলে কাদের আসা-যাওয়া ছিল, কিংবা কী কী কাজ হত সেখানে, সেই সম্পর্কিত তথ্য কর্মীদের কাছে জানতে চান তদন্তকারী অফিসারেরা ৷ যদিও মিলটি প্রায় 10 মাস বন্ধ ছিল ৷ উল্লেখ্য, 20 অগস্ট ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই।

Last Updated :Aug 19, 2022, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.