Anubrata Mondal বিতর্কের জেরেই স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়ির ঠাঁই চাল কলে, দাবি চেয়ারম্য়ানের

By

Published : Aug 19, 2022, 4:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

thumbnail

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এবং তাঁর প্রয়াত স্ত্রীর মালিকানায় থাকা বীরভূমের বোলপুরের ভোলে বোম রাইস মিল-এ শুক্রবার অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ সেই সময়েই চাল কল চত্বরের ভিতরে হদিশ মেলে একাধিক গ্যারাজের ৷ সেই গ্য়ারাজগুলির ভিতর একাধিক দামি গাড়ি ও মোটরবাইক নজর কাড়ে সিবিআই (CBI) গোয়েন্দাদের ৷ এই গাড়িগুলির মধ্যে রয়েছে একটি কালো রঙের এসইউভিও ৷ একবার এই গাড়িটিনিয়ে বিতর্ক ছড়িয়েছিল ৷ অভিযোগ ছিল, ওই গাড়িতে বেআইনিভাবে লাল বাতি ব্যবহার করা হয়েছে ৷ এদিন সেই গাড়িটিই উদ্ধার হয় ভোলে বোম রাইস মিল-এর গ্যারাজ থেকে ৷ বাস্তবে এই গাড়িটির মালিকানা রয়েছে সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অধীনে ৷ সেই সংগঠনের চেয়ারম্যান মলয় পীঠ একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে জানিয়েছেন, একবারমাত্র কলকাতায় যাতায়াতের জন্য গাড়িটি ব্যবহার করেছিলেন অনুব্রত ৷ কিন্তু, লাল বাতি বিতর্কের জেরে এ নিয়ে অনেক জলঘোলা হয় ৷ তাই গাড়িটিকে ভোলে বোম চাল কলের গ্যারাজে রেখে দেওয়াই শ্রেয় বলে মনে করেছিলেন মলয় ৷ এমনকী, অনুব্রত সম্প্রতি গাড়িটি কিনতেও চেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি ৷ জানিয়েছেন, অনুব্রতর অনুগ্রহেই তাঁর পক্ষে মেডিক্যাল কলেজ তৈরির কাজ সহজ হয়েছিল ৷ তাই দুর্দিনে তিনিও কেষ্টদার পাশেই থাকবেন ৷

Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.