ETV Bharat / state

Santiniketan Poush Mela 2022: পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি বোলপুর পৌরসভার

author img

By

Published : Nov 9, 2022, 4:06 PM IST

Etv Bharat
পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি বোলপুর পৌরসভার

পৌষমেলা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না(Santiniketan Poush Mela 2022)৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দের মাঝে পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দিল বোলপুর পৌরসভা ৷ যদিও পৌরসভা-সহ বোলপুর ও শান্তিনিকেতনবাসী সকলেই চান বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট মিলিতভাবে এই ঐতিহ্যবাহী পৌষমেলা করুক ৷

বোলপুর, 9 নভেম্বর: পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দিল বোলপুর পৌরসভা(Bolpur Municipality Gives Letter to the Vice-Chancellor of Visva Bharati)। মাঠ পেলে এবার ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করবে পৌরসভা, বুধবার এমনটাই জানালেন বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ৷ তিনি আরও জানান, যদি পূর্বপল্লির মাঠ(Purbapally Ground)বিশ্বভারতী না দেয় তাহলে গত বছরের মত ডাকবাংলো মাঠেই মেলার আয়োজন করা হবে । আর যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করতে চায় তবে সেটা হবে সবচেয়ে ভালো, তার জন্য বোলপুর পৌরসভা সবসময় সহযোগিতা করবে ৷

যদিও এই বিষয়ে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর চান না যে এই ঐতিহ্যবাহী মেলা বোলপুর পৌরসভা করুক ৷ তাঁর কথায়,"মাঠ কেন পৌরসভাকে ভাড়া দেবে ? মাঠ ভাড়া দিলে অত্যন্ত অন্যায় হবে ৷ মেলা ওই মাঠে বিশ্বভারতীই করুক । পৌরসভা কেন করবে ?"

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড অনুযায়ী প্রতি বছর 7 পৌষ 'পৌষ উৎসব' ও 'পৌষমেলা'র আয়োজন করে শান্তিনিকেতন ট্রাস্ট, সহযোগিতা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ(Visva Bharati Authority)। 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল মেলা । 2021 সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও একই কারণে মেলা বন্ধ রাখা হয় ৷ যার জেরে বোলপুর-শান্তিনিকেতনের মানুষজন হতাশ হয়ে পড়েছিলেন । তাই ওই বছর বোলপুর ডাকবাংলো মাঠে 'পৌষমেলা' নাম দিয়েই একটি মেলা করে বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ সহযোগিতা করেছিল বোলপুর পৌরসভা ৷

আরও পড়ুন : পৌষমেলা হোক পূর্বপল্লির মাঠেই, এই দাবিতে পোস্টার বিশ্বভারতীর পড়ুয়াদের

যদিও, সেই মেলায় ঐতিহ্যের অভাব ছিল ৷ এবারও বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দ্বে অনিশ্চয়তার মুখে পৌষমেলা । এমনকি, জলাশয় কচুরিপানায় ভর্তি, জলের অভাবে মেলার আয়োজন সম্ভব নয়, পৌষমেলা করুক বোলপুর পৌরসভা, ইত্যাদি একাধিক কারণ দেখিয়ে শান্তিনিকেতন ট্রাস্ট বোলপুর পৌরসভাকে চিঠি দেয় ৷ পৌষমেলা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে নিন্দার ঝড় ওঠে সর্বত্র ৷

bolpur municipality
পূর্বপল্লির মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্যকে পাঠানো বোলপুর পৌরসভার চিঠি
এই ঘটনায় বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ সমস্ত কাউন্সিলদের নিয়ে একটি বৈঠক করেন ৷ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বোলপুর পৌরসভা পৌষমেলার জন্য পূর্বপল্লীর মাঠ ভাড়া চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে একটি চিঠি দেন ৷ মাঠ ভাড়া পেলে এবছর পৌষমেলার আয়োজন করবে পৌরসভা ৷ চিঠির প্রতিকপি বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়কেও দেওয়া হয় ৷ পৌষমেলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে বিশ্বভারতীর মতামতের উপর ।
পৌষমেলায় মাঠ ভাড়া নিয়ে বোলপুর পৌরসভার চেয়ারপার্সন ও ঠাকুর বাড়ির সদস্যের বক্তব্য

প্রসঙ্গত, পড়ুয়া ও আশ্রমিক থেকে শুরু করে বোলপুর-শান্তিনিকেতনবাসী চাইছেন পূর্বের ন্যায় পূর্বপল্লির মাঠে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ আয়োজন করুক ঐতিহ্যবাহী পৌষমেলা(Poush Mela)।

আরও পড়ুন : বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের দ্বন্দ্বে এবারও অনিশ্চয়তার মুখে পৌষমেলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.