ETV Bharat / state

Poush Mela: পৌষমেলা হোক পূর্বপল্লির মাঠেই, এই দাবিতে পোস্টার বিশ্বভারতীর পড়ুয়াদের

author img

By

Published : Nov 8, 2022, 8:25 PM IST

ঐতিহ্যবাহী পৌষমেলা (Poush Mela) পূর্বপল্লির মাঠেই বিশ্বভারতী কর্তৃপক্ষ করুক, এই দাবিতে পোস্টার দিলেন পড়ুয়ারা ৷ 2020 ও 2021 সালে মেলা বন্ধ রাখা হয় ৷

Visva Bharati students put up posters in varsity area demanding Poush mela in Purba Pally
Visva Bharati students put up posters in varsity area demanding Poush mela in Purba Pally

বোলপুর, 8 নভেম্বর: পূর্বের ন্যায় ঐতিহ্যবাহী পৌষমেলা পূর্বপল্লির মাঠেই আয়োজন করতে হবে কর্তৃপক্ষকে। এই দাবিতে বিশ্বভারতী জুড়ে পোস্টার দিল ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন । তাদের দাবি, ঐতিহ্যের পাশাপাশি প্রান্তিক স্তরের মানুষের রুজিরুটি জড়িত এই মেলার সঙ্গে ৷ তাই শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজের দ্বন্দ্ব দূরে সরিয়ে পৌষমেলার আয়োজন করুক।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড অনুযায়ী, প্রতি বছর পৌষ মাসের 7 তারিখ পৌষ উৎসব ও পৌষমেলার আয়োজন করে শান্তিনিকেতন ট্রাস্ট ৷ এতে সহযোগিতা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল পৌষমেলা । 2021 সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও একই কারণে মেলা বন্ধ রাখা হয় ৷ আর যার জেরে হতাশ হয়ে পড়ে বোলপুর-শান্তিনিকেতনের মানুষ । তাই এই বছর বোলপুর ডাকবাংলো মাঠে পৌষমেলা নামেই একটি মেলা করে বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ সহযোগিতা করেছিল বোলপুর পৌরসভা ৷

Visva Bharati students put up posters in varsity area demanding Poush mela in Purba Pally
পোস্টার বিশ্বভারতীর পড়ুয়াদের

যদিও সেই মেলায় ঐতিহ্যের অভাব ছিল ৷ এবারও শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের অন্তঃদ্বন্দ্বে কার্যত অনিশ্চয়তার মুখে ঐতিহ্যবাহী পৌষমেলা । জলাশয়ে কচুরিপানা ভর্তি, তাই পূর্বপল্লীর মাঠে মেলা করা সম্ভব নয়, বোলপুর পৌরসভা ডাকবাংলো মাঠে মেলা করুক । এই দাবিতে শান্তিনিকেতন ট্রাস্ট বোলপুর পৌরসভাকে চিঠি দেয় ৷ অর্থাৎ ঐতিহ্যবাহী পৌষমেলাকে রাজ্য সরকারের হাতে তুলে দিতে চাইছে শান্তিনিকেতন ট্রাস্ট । যা নিয়ে বিতর্ক তৈরি হয় ।

বিশ্বভারতী জুড়ে পোস্টার ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের

আরও পড়ুন: পৌষমেলার জন্য পূর্বপল্লির মাঠ ভাড়া চাইবে বোলপুর পৌরসভা

বিশ্বভারতী পড়ুয়াদের দাবি, এই পৌষমেলা ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি এর উপর প্রান্তিক স্তরের মানুষের রুজিরোজগার নির্ভর করে ৷ তাই আগের মতো পূর্বপল্লির মাঠেই পৌষমেলার আয়োজন করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ । পড়ুয়াদের মধ্যে শুভ নাথ, সায়ন সরকার বলেন, "যেমনভাবে এতকাল পূর্বপল্লির মাঠে পৌষমেলা হয়ে এসেছে, তেমনভাবেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টকে মেলার আয়োজন করতে হবে ৷ ঐতিহ্যবাহী পৌষমেলাকে কোনওভাবে বন্ধ করা যাবে না, বা অন্যের হাতে তুলে দেওয়া যাবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.