Bolpur Bank Fire: 8 ঘণ্টা পরও জ্বলছে বোলপুরের ব্যাংক, ঘটনাস্থলে 5টি ইঞ্জিন

author img

By

Published : Sep 28, 2022, 9:25 PM IST

Bolpur Bank is still burning after 8 hours

বোলপুরের যে ব্যাংকে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) একাধিক ঘনিষ্ঠের অ্যাকাউন্ট রয়েছে, সেখানে বুধবার সকালে আগুন লাগে ৷ 8 ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷

বোলপুর, 28 সেপ্টেম্বর : 8 ঘণ্টা পরেও অ্যাক্সিস ব্যাংকের বোলপুর (Bolpur) শাখায় আগুন নিয়ন্ত্রণে আসেনি (Bolpur Bank Fire)। দমকলের 5টি ইঞ্জিন সকাল থেকে আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে ৷ এদিন সকাল 11 টা 40 মিনিট নাগাদ এই ব্যাংকে আগুন দেখা যায় । তারপর থেকে ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে রয়েছে । তাই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার অন্যান্য দিনের মতোই কাজ হচ্ছিল এই ব্যাংকে ৷ বোলপুর শহরের প্রধান সড়কের পাশেই রয়েছে একটি ছোট দোতলা বাড়ি ৷ সেই বাড়ির দোতলাতেই রয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের স্থানীয় শাখা ৷ এদিন বেলা 11 টা 40 মিনিট নাগাদ হঠাৎই ব্যাংকের ভিতর ধোঁয়া দেখা যায় । সঙ্গে সঙ্গে ব্যাংক খালি করে দেওয়া হয় । কর্মী, আধিকারিক ও গ্রাহকদের দ্রুত সেখান থেকে বের করে আনা হয় ৷ খবর পাঠানো হয় দমকলে ৷

উল্লেখ্য, ব্যাংক থেকে দমকলের কার্যলয়ের দূরত্ব মাত্র কয়েক মিনিটের ৷ ফলে খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা ৷ প্রাথমিক ভাবে পাঠানো হয় দু’টি ইঞ্জিন । পরে আরও 3টি ইঞ্জিন আসে । কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়বহ রূপ নেয় ৷ কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি । 8 ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি । সকাল থেকে দমকল কর্মীরা আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে ৷

প্রসঙ্গত, এই ব্যাংকে গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, অ্যাকাউন্টটেন্ট মণীশ কোঠারীর অ্যাকাউন্ট রয়েছে । এমনকি, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে জমি কেনার সময়ও এই ব্যাংকের মাধ্যমেই লেনদেন হয় ৷

তাই গরুপাচার মামলার তদন্তে এই ব্যাংকে একাধিকবার হানা দেন সিবিআই (CBI) অফিসারেরা । জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাংক ম্যানেজার রাজীব ঝাকে ৷ তারপরেই এই অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে ।

আরও পড়ুন : সিবিআই অভিযানের পরই ব্যাংকে আগুন ! বোলপুরের অগ্নিকাণ্ডে প্রশ্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.