ETV Bharat / state

Anupam Kher at Visva Bharati: গুরুদেবে বুঁদ অনুপম এড়ালেন অমর্ত্যের নোবেল সংক্রান্ত প্রশ্ন

author img

By

Published : Mar 13, 2023, 6:40 PM IST

Anupam Kher avoids Question on Amartya Sen during his Visit at Visva Bharati University
বিশ্বভারতীতে অনুপম খের

বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে আয়োজিত 57তম লেকচার সিরিজে যোগ দিতে এলেন অনুপম খের (Anupam Kher at Visva Bharati) ৷ এড়ালেন অমর্ত্য সেন সম্পর্কে করা প্রশ্ন (Question on Amartya Sen) ৷

বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি অনুপম খের

বোলপুর, 13 মার্চ: রবিবার বিতর্কে জড়ালেন, আর সোমবার বিতর্ক এড়ালেন ! যাঁর সম্পর্কে একথা বলা হচ্ছে, তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা অনুপম খের ৷ তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কারও মনে কোনও সংশয় না-থাকলেও, ইদানীং অনুপমের বহু আচরণ এবং মন্তব্যে গেরুয়া শিবিরের প্রকট প্রভাব দেখতে পাচ্ছেন সমালোচকরা ৷ এহেন অনুপম এসেছেন বাংলায় ৷ তাঁর প্রধান গন্তব্য ছিল বীরভূমের শান্তিনিকেতনের একটি অনুষ্ঠান ৷ কিন্তু, তার আগেই (রবিবার) কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অভিনেতা ৷ যা নিয়ে শুরু হয় নয়া বিতর্ক ৷ সেই ঘটনার পরদিনই (সোমবার) শান্তিনিকেতনে এসে পৌঁছন অভিনেতা ৷ এখানে তাঁকে অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে উত্তর এড়িয়ে যান তিনি ৷

এদিন বিকেল 4টে 30 মিনিট থেকে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয় 57তম লেকচার সিরিজ ৷ এই অনুষ্ঠানেই বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন অনুপম ৷ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্বভারতী পৌঁছে যান তিনি (Anupam Kher at Visva Bharati) ৷ ঘুরে দেখেন কবিগুরুর স্মৃতিধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অংশ ৷ এরই মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হন অনুপম ৷ তাঁকে প্রশ্ন করা হয়, প্রথমবার শান্তিনিকেতনে এসে কেমন লাগছে ? জবাবে অনুপম বলেন, "মন্দিরে এসে যেমন লাগে, তেমনই লাগছে ৷ এই জায়গা তো মন্দিরের থেকে কম কিছু নয় ৷ গুরুদেবের লাইব্রেরি দেখলাম, ওঁর শয়ন কক্ষ দেখলাম ৷ ওঁর পিয়ানো, দোলনা, পুরনো বইয়ের বিপুল সংগ্রহ দেখলাম ৷ ওই লাইব্রেরিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে ৷ কত বই ওখানে ! যখন কোনও মানুষ উন্নতি করে, তখন তাঁর এখানে আসা উচিত ৷ তাতে পা মাটিতে থাকে ৷ এই জায়গা দেশের গর্ব ৷ বিদেশেও সমান সম্মানিত ৷ ওঁর সঙ্গে কত বিখ্যাত মানুষের ছবি দেখলাম !"

এরপরই এক সাংবাদিক অনুপমকে প্রশ্ন করেন অমর্ত্য সেন সম্পর্কে (Question on Amartya Sen) ৷ তিনি বলেন, এই শান্তিনিকেতনেই আরও একজন গুণী মানুষ থাকেন ৷ তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ কিন্তু, সম্প্রতি বিশ্বভারতীর উপাচার্য অমর্ত্যের সেই নোবেল প্রাপ্তিকেই অস্বীকার করেন ! এই প্রসঙ্গে অনুপমের বক্তব্য জানতে চান সাংবাদিক ৷ জবাবে অভিনেতা বলেন, "আমি এই বিষয় কিছুই জানি না ৷ তাই কোনও মন্তব্য করব না ৷" প্রশ্ন উঠছে, বিতর্ক এড়াতেই কি অমর্ত্য সেনকে নিয়ে করা প্রশ্ন পাশ কাটিয়ে গেলেন দ্য কাশ্মীর ফাইলসের এই চরিত্রাভিনেতা ?

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুষ্ঠানে অনুপম, দেবেন বক্তৃতা

প্রসঙ্গত, এদিন বোলপুরে আসার আগে রবিবার কলকাতার জাদুঘরে একটি অনুষ্ঠানে যোগ দেন অনুপম খের ৷ সেখানে দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীও ছিলেন ৷ সেই মঞ্চে বিবেক দাবি করেন, বাংলায় নাকি অসংখ্য 'মিনি কাশ্মীর' রয়েছে ! অনুপম বলেন, তাঁকে নাকি কারা বলেছেন, তিনি বিশ্বভারতীতে এলে সমস্যা তৈরি হবে ! তার প্রেক্ষিতে অনুপম বলেন, 'কোনও মায়ের ব্যাটা' (কোই মাই কা লাল) তাঁকে বিশ্বভারতীতে আসা থেকে আটকাতে পারবে না ! বিবেক ও অনুপমের এইসব মন্তব্য নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয় ৷ তৃণমূল শিবিরের নেতা থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বহু ব্যক্তিত্ব অভিযোগ করেন, বিবেক, অনুপমরা বাংলা সম্পর্কে কিছু না জেনেই পরিস্থিতি অশান্ত করতে চাইছেন ৷ অশান্তিতে ইন্ধন জোগাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.