ETV Bharat / state

রাজনীতি বুঝি না, জল চাই... কল সিল করে দেওয়ার অভিযোগ বোলপুরে

author img

By

Published : May 10, 2021, 6:26 PM IST

Updated : May 10, 2021, 11:05 PM IST

দু'দিন ধরে এলাকায় এই জল সংকট চলছে । বোলপুর পৌরসভার এই ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি । অভিযোগ সেই কারণেই এলাকার পানীয় ও নিত্য ব্যবহারের জলের কল সিল করে দেওয়া হয়েছে ।

বোলপুরে জলের কল সিল করার অভিযোগ
বোলপুরে জলের কল সিল করার অভিযোগ

বোলপুর, 10 মে : পানীয় ও নৃত্য ব্যবহারের জলের কল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে । চরম জল সংকটে বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সুরশ্রীপল্লী এলাকা । ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ।

বিধানসভা নির্বাচনে বোলপুর পৌরসভার এই ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি । তাই এলাকার পানীয় ও নিত্য ব্যবহারের জলের কল সিল করে দেওয়ার অভিযোগ উঠল । খবর পেয়ে রবিবার রাতে পুলিশ আসে ঘটনাস্থলে । অভিযোগ, পুলিশ চলে যাওয়ার পর মধ্যরাতে ব্যবহৃত জলের একমাত্র উৎস কল ভেঙে দেওয়া হয় । ফলে সকাল থেকে তীব্র জল সংকট এলাকায়৷ জল না পেয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । জলের দাবি এদিন বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা ৷ দু'দিন ধরে এলাকায় এই জল সংকট চলছে ।

বিজেপি এলাকায় লিড পেয়েছিল, তাই কল সিল করে দেওয়ার অভিযোগ বোলপুরে
স্থানীয় মহিলারা বলেন, "জলের কল সিল করে দিয়েছিল । এবার ভেঙে দিল । আমরা জলের অভাবে ভুগছি । তৃণমূল ভোট পায়নি বলছে, তাই এই কাজ করছে । আমরা এতে কি করতে পারি । আমরা রাজনীতি বুঝি না, জল চাই ।"
Last Updated : May 10, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.