ETV Bharat / state

Visva Bharati: ছাত্র আন্দোলনের জেরে এবার অনিশ্চিত বিশ্বভারতীর পৌষ উৎসব, আগেই স্থগিত হয়েছে সমাবর্তন

author img

By

Published : Dec 12, 2022, 4:24 PM IST

Updated : Dec 12, 2022, 5:47 PM IST

ছাত্র আন্দোলনের জেরে এবার প্রশ্নের মুখে বিশ্বভারতীর পৌষ উৎসব ৷ পরিস্থিতি অনুকূল না হলে উৎসব নাও হতে পারে বলে ইঙ্গিত বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva Bharati Poush Utsav) ৷

ETV Bharat
visva bharati university

ছাত্র আন্দোলনের জেরে এবার অনিশ্চিত বিশ্বভারতীর পৌষ উৎসব

শান্তিনিকেতন, 12 ডিসেম্বর: ছাত্র আন্দোলনের জেরে 20 দিন ধরে গৃহবন্দি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই এবছর বিশ্বভারতীর সমাবর্তন (Visva Bharati University) অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ আর এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পৌষ উৎসবকে ঘিরে (uncertainty is growing for Visva Bharati Poush Utsav) ৷

সোমবার বিশ্বভারতীর পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক করে কর্তৃপক্ষ । যদিও, এদিনের বৈঠকে উদ্ভূত পরিস্থিতির কীভাবে সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি ৷ তবে বৈঠক শেষে এদিন সাংবাদিক বৈঠক করে সামগ্রিক ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকি, উপাচার্য গৃহবন্দি থাকলে পৌষ উৎসবও নাও হতে পারে, এমনটাই ইঙ্গিত মিলেছে । পৌষমেলা হবে কি না, তা নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ৷

উল্লেখ্য, এক ছাত্রকে ভর্তি নেওয়া হচ্ছে না, এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না, এছাড়াও অন্যায়ভাবে কয়েকজন ছাত্রকে শোকজ করা হয়েছে ইত্যাদি একাধিক অভিযোগ তুলে ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Vice Chancellor of Visva Bharati University) পদত্যাগ চেয়ে 20 দিন ধরে ধরনা অবস্থান চলছে এই বিশ্ববিদ্যালয়ে ৷ এই ছাত্র আন্দোলনের জেরে পূর্বপল্লির পূর্বিতা বাসভবনে গৃহবন্দি রয়েছেন উপাচার্য (student protest in Visva Bharati University) ।

আরও পড়ুন: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

সোমবার বিশ্বভারতীর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতর তত্ত্বাবধানে বৈঠক করে কর্তৃপক্ষ । বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ঘটনার নিন্দা করা হয় কর্তৃপক্ষের তরফে৷ আরও বলা হয়, ছাত্র আন্দোলনের জেরে সমাবর্তন স্থগিত হয়েছে । কিন্তু, সমাবর্তনের কোনও বিজ্ঞপ্তি যেখানে জারি করা হয়নি, সেখানে তা স্থগিত হল কীভাবে ? এই প্রশ্নের উত্তরে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, সমাবর্তনের প্রস্তুতি চলছিল, পরে বিজ্ঞপ্তি জারি করা হত৷

গৃহবন্দি উপাচার্যকে উদ্ধার প্রসঙ্গে এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী ৷ তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বলপূর্বক ওঠানো হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, উপাচার্যকে উদ্ধার প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকি, উপাচার্য যদি গৃহবন্দি থাকেন তাহলে পৌষ উৎসবও বাতিল হতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে ৷ এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন সমাবর্তন স্থগিত করতে হয়েছে৷ পরিস্থিতি অনুকূল থাকলে পৌষ উৎসব হবে । পৌষমেলার বিষয়টি আদালতে বিচারাধীন, রায় হাতে পেলে আলোচনা হবে বিষয়টি নিয়ে ৷

Last Updated : Dec 12, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.