ETV Bharat / state

BJP Worker Beaten Up: বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Apr 1, 2023, 8:32 PM IST

BJP Worker Beaten Up
বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর

বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ায় ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷

বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ

বাঁকুড়া, 1 এপ্রিল: বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়েরের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আদ্রা বুথের বিজেপি সভাপতি শ্যামাপদ বাউড়িকে ধারাল অস্ত্র ও লাঠি দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে । শুক্রবার রাতে বিজেপির ওই বুথ সভাপতির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক মারধর ও বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ । পরে গুরুতর আহত অবস্থায় শ্যামাপদ বাউড়িকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে ।

শনিবার আহত দলের বুথ সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি ও দলের সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা'রা । আক্রান্ত শ্যামাপদ বাউড়ির দাবি, বিজেপি করার অপরাধেই তাঁর উপর তৃণমূল আক্রমণ করেছে । ওই বুথ সভাপতির আত্মীয়দের দাবি, যারা আক্রমণ করেছে তারা আগে সিপিএমে ছিল ৷ এখন তৃণমূল করে । গ্রামের পুকুরে মাছের হিসেব চাওয়াতেই এই আক্রমণ বলে তাঁদের দাবি ।

এই ঘটনার তীব্র নিন্দা করে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, "বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস বারির নেতৃত্বে 10-12 জন দুষ্কৃতী শ্যামাপদ বাউড়িকে মারধর করেছে । এই ঘটনা দেখলে শিউরে উঠতে হয় ।"এরপরই বগটুইকাণ্ড ও লালন শেখের মৃত্যুর উদাহরণ টেনে তাঁর বক্তব্য, পাত্রসায়ের এলাকায় যারা এই ধরনের দুষ্কর্ম করছেন তাদের পরিবারের লোকেরা এদের শোধরানোর ব্যবস্থা করুন । আর তা না করলে লালন শেখের পরিবারের লোকেদের মতো কান্নাকাটি করতে হবে বলে তিনি মন্তব্য করেন ।

তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুব্রত দত্তের দাবি, গ্রাম্য বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । তিনি বলেন, "বিজেপি এইসব মিথ্যে দাবি করে অশান্তি সৃষ্টি করছে ।"

আরও পড়ুন: 24-এর ভোট আসছে বলে বিজেপি হিন্দুত্বের রাজনীতি শুরু করেছে, অভিযোগ মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.