ETV Bharat / state

Bankura: ‘কুত্তা’র বদলে ‘দত্ত’ পদবি ফিরে পেলেন বাঁকুড়ার শ্রীকান্তি

author img

By

Published : Nov 21, 2022, 5:36 PM IST

Updated : Nov 21, 2022, 6:48 PM IST

Srikanti Kumar Ration Card Surname Issue Resolved
Bankura: ‘কুত্তা’র বদলে ‘দত্ত’ পদবি ফিরে ফেলেন বাঁকুড়ার শ্রীকান্তি

বাঁকুড়া 2 নম্বর ব্লকের কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তিকুমার দত্তর রেশন কার্ডের (Ration Card) পদবিতে ‘কুত্তা’ লেখা হয়েছিল ৷ কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ করে তিনি সরকারি আধিকারিকের সামনে প্রতিবাদ করেন ৷ সোমবার তাঁর রেশন কার্ডে সঠিক পদবি বসালো খাদ্য দফতর ৷

বাঁকুড়া, 21 নভেম্বর: রেশন কার্ডে (Ration Card) শ্রীকান্তিকুমারের পদবি সংশোধন করে দিল খাদ্য দফতর ৷ প্রতিশ্রুতি মতো দু’দিনেই তাঁর নামের পাশে বসল ‘দত্ত’ পদবি ৷ দত্তের বদলে পদবি ‘কুত্তা’ হয়ে যাওয়ায় যে বিড়ম্বনার মুখে পড়েছিলেন বাঁকুড়ার এই যুবক, তা থেকেও মুক্তি পেলেন তিনি ৷

যদিও এই ভুল সংশোধন করতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় তাঁকে ৷ শেষে প্রতিবাদের অভিনব পন্থাও বেছে নেন বাঁকুড়া-2 ব্লকের কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তিকুমার দত্ত ৷ পদবিতে ‘কুত্তা’র জায়গায় দত্ত ফেরাতে সরকারি আধিকারিকের সামনে ‘ঘেউ ঘেউ’ শব্দ করে যান নাগাড়ে ৷ দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে বাঁকুড়া-2 ব্লকের জয়েন্ট বিডিও-র পিছনেও এভাবেই ঘুরতে দেখা যায় তাঁকে ৷

Srikanti Kumar Ration Card Surname Issue Resolved
শ্রীকান্তিকুমার দত্তর সংশোধিত রেশন কার্ড

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে দুয়ারে সরকার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ভোটে জিতে আসার পর তিনি জানান, বছরে তিনবার করে হবে এই শিবির ৷ চলতি মাসে এই বছরের তৃতীয় শিবির চলছে বিভিন্ন জেলায় ৷ বাঁকুড়-2 ব্লকের এমনই একটি শিবিরে শ্রীকান্তিকুমারের এই অভিনব প্রতিবাদের ভিডিয়ো তোলেন কেউ কেউ ৷ যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) ৷

অনেকে প্রশ্ন তোলেন, কীভাবে একজন মানুষের পদবিতে এমন ভুল হতে পারে ? কেউ কেউ সরকারি আধিকারিকদের কর্মপন্থাকেই দোষ দেন ৷ আবার অনেকে শ্রীকান্তিকুমারের প্রতিবাদের ‘ভাষা’কে কুর্ণিশ জানান ৷ শ্রীকান্তি অবশ্য সেদিন অভিযোগ করেছিলেন, রেশন কার্ডের নাম নিয়ে তিনি কার্যত নাজেহাল হচ্ছিলেন বেশ কিছুদিন ধরে ৷ কারণ, প্রথমেই ভুল পদবি এসেছিল ৷ তার পর যতবার সংশোধন করাতে গিয়েছেন, ততবারই কিছু না কিছু ভুল হয়েছে ৷ প্রথমবার তাঁর পদবি দত্তর বদলে করে দেওয়া হয় মণ্ডল ৷ দুয়ারে সরকারের শিবিরে গিয়ে তিনি তা সংশোধন করান ৷

‘কুত্তা’র বদলে ‘দত্ত’ পদবি ফিরে ফেলেন বাঁকুড়ার শ্রীকান্তি

তাঁর আরও অভিযোগ, সংশোধিত রেশন কার্ড হাতে পান ৷ সেখানে আবার দেখা যায় তাঁর নাম হয়ে গিয়েছে শ্রীকান্ত ৷ তাই আবার তিনি সংশোধনের আবেদন করেন ৷ তখন দত্তর বদলে তাঁর পদবিতে লেখা ছিল কুত্তা ৷ যা দেখে তিনি রীতিমতো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন ৷ তখনই তিনি এই অভিনব পন্থায় প্রতিবাদ করবেন বলে ঠিক করেন ৷

তাঁর প্রতিবাদের পর সরকারি তরফে নতুন করে সংশোধনের নথি জমা নেওয়া হয় ৷ দু’দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ শেষ পর্যন্ত দু’দিনের মধ্যেই সঠিক পদবি-সহ রেশন কার্ড হাতে পেলেন শ্রীকান্তি ৷ যা পেয়ে তিনি খুশি ৷ তাঁর কথায়, তাঁর মতো এমন অনেকেই আছেন, যাঁদের এই ধরনের সমস্যা হয় ৷ তাঁরাও নথি সংশোধন করতে গিয়ে নাজেহাল হয়ে যান ৷ তাই সকলের সমস্যার সমাধান হলে তিনি আরও খুশি হবেন বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে তাঁর সমস্যা তুলে ধরায় তিনি সংবাদমাধ্যমকেও ধন্যবাদ দিয়েছেন ৷

আরও পড়ুন: রেশন কার্ডে পদবি 'কুত্তা', ঘেউ ঘেউ করে প্রশাসনে অভিযোগ বাঁকুড়ার শ্রীকান্তির

Last Updated :Nov 21, 2022, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.