ETV Bharat / state

Jamini Roy House: অবহেলায় জরাজীর্ণ যামিনী রায়ের বসতবাড়ি, হেরিটেজ তকমা চাইছেন স্থানীয়রা

author img

By

Published : Apr 11, 2023, 5:13 PM IST

Jamini Roy House ETV Bharat
অবহেলায় জরাজীর্ণ যামিনী রায়ের বসতবাড়ি

অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বসতবাড়ি ৷ এই বাড়ির সংস্কারের মাধ্যমে একে হেরিটেজ তকমা দেওয়া হোক, চাইছেন স্থানীয় বাসিন্দারা ৷

অবহেলায় জরাজীর্ণ যামিনী রায়ের বসতবাড়ি

বাঁকুড়া, 11 এপ্রিল: ধরেছে ফাটল ৷ আনাচে কানাচে ভিড় করেছে শ্যাওলা ৷ আগাছা যেন জঙ্গলের আকার নিয়েছে ৷ এ ভাবেই একাকী এক কোণে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বসত বাড়ি । বাঁকুড়া জেলার মফস্বল শহর বেলিয়াতোড়ে আজ তাঁর বসত বাড়ি জরাজীর্ণ ৷ বাড়ির চারিদিকে এমন অবস্থা যে, তা সাধারণের প্রবেশের যোগ্য নেই ৷ বাঁকুড়া জেলা তথা সারা পৃথিবীর গর্ব বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ির সংস্কার চাইছেন স্থানীয়রা ৷

1887 সালে আজকের দিনেই বেলিয়াতোড়ের মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্ম নেন চিত্রশিল্পী যামিনী রায় ৷ তাঁর সৃষ্টি লোকচিত্র, পটচিত্রের সুখ্যাতি জগৎজোড়া ৷ বিশ্ববরেণ্য এই মানুষটির নামে কলেজ রয়েছে বেলিয়াতোড়ে ৷ এমনকী ফি বছর তাঁর নামে অনুষ্ঠিত হয় একটি মেলাও । তবুও তাঁর পৈতৃক বাড়ি সংস্কারের জন্য কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন মনীষীর বাড়িকে হেরিটেজ কমিশনের দৃষ্টি গোচরে নিয়ে এসে হেরিটেজ তকমা প্রদানের ব্যবস্থা করছে । একইভাবে যামিনী রায়ের বাড়িরও 'হেরিটেজ তকমা' চাইছেন স্থানীয় বাসিন্দারা ।

সন্দীপ চট্টোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, "বেলিয়াতোড়ে যামিনী রায়ের নামে কলেজ রয়েছে ৷ আমরা চাই তাঁর নামে একটা অক্ষত স্মৃতি ৷ দলমত নির্বিশেষে এই বাড়ির সংস্কারের জন্য সকলের এগিয়ে আসা উচিত ৷ আমরা চাই, যে ভাবে অন্যান্য বিশ্ববরেণ্য মানুষদের বাড়ি হেরিটেজ তকমা পেয়েছে, সে ভাবেই যামিনী রায়ের বাড়িও পাক হেরিটেজ সম্মান ।" জনার্দন মান নামে আরেক বাসিন্দা বলেন, যামিনী রায় সারা পৃথিবীর গর্ব ৷ তাই তাঁর বাড়িতে সংস্কারের জন্য সরকারের দৃষ্টি নিক্ষেপ করা একান্তই দরকার ।

বাড়ির সংস্কারের বিষয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনও উদ্য়োগ নেওয়া হয়নি ৷ স্থানীয় বড়জোড়া ব্লকের বিডিও সুরজিৎ পণ্ডিত জানান, "এই বিষয়ে কোনও অফিসিয়াল আবেদন এখনও আসেনি ৷ যদি আসে বিষয়টি আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব ৷"

বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন মানুষের বসতবাড়ি আজ জরাজীর্ণ । বাংলার অতি গর্বের চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি কি আদৌ সরকারি হস্তক্ষেপে সেজে উঠবে ? নাকি শ্যাওলা আর আগাছা ঢেকে দেবে তাঁর ছেলেবেলার স্মৃতি ? তার উত্তর দেবে সময় ৷ পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত শিল্পীর প্রাপ্য সম্মানের অপেক্ষায় বেলিয়াতোড়বাসী ৷

আরও পড়ুন: জুটেছে ঐতিহ্যশালী তকমা, তবু সংস্কারের অভাবে জরাজীর্ণ কলকাতার নট্ট কোম্পানির বাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.