ETV Bharat / state

বাঁকুড়ায় আইসোলেশনে থাকা তিনজনের শরীরে নেই করোনার সংক্রমণ

author img

By

Published : Mar 28, 2020, 2:31 PM IST

আইসোলেশনে থাকা তিনজনের শরীরের নেই কোরোনার সংক্রমণ ৷

ছবি
ছবি

পাত্রসায়র , 28 মার্চ : কোরোনা সন্দেহে তিনজনকে গত 25 মার্চ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভরতি করা হয়েছিল । তাঁদের রাখা হয়েছিল আইসোলেসনে । এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ গতকাল সন্ধেয় তাঁদের রিপোর্ট পাওয়া যায় । সেখানে উল্লেখ, তিনজনের শরীরে কোরোনার সংক্রমণ নেই ৷

এই তিন জনের মধ্যে দুই যুবকের বাড়ি বাঁকুড়ার পাত্রসায়রে । চেন্নাইয়ের একটি বেসরকারি হোটেলে কর্মরত ছিলেন তাঁরা । লকডাউনের আগে বাড়ি ফিরে আসেন । তাঁদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ থাকায় 25 মার্চ তাঁরা মেডিকেল কলেজে দেখাতে আসেন । এরপরই চিকিৎসকদের সন্দেহ হয় । তড়িঘড়ি তাঁদের আইসোলেসনে ভরতি করে দেওয়া হয় । ওইদিনই ভোর রাতে আরও একজনকে আইসোলেসনে রাখা হয় । তাঁরও দক্ষিণ ভারত থেকে ফেরার তথ্য পাওয়া যায় ।

গতকাল এই তিনজনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে । গতকাল সন্ধেয় নাগাদ রিপোর্ট আসে এবং তিনজনের কারোর দেহেই কোরোনা সংক্রমণ নেই বলেই জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.