ETV Bharat / state

Laugram Bridge Collapsed: তৈরির বছরে ভাঙল সেতু, বাঁকুড়ায় ভোগান্তিতে গ্রামবাসী

author img

By

Published : Nov 22, 2022, 6:28 PM IST

Bridge Collapse
ETV Bharat

সেতু নির্মাণের পরপরই ভেঙে পড়ে ৷ এখনও সেই অবস্থাতেই রয়েছে ৷ শুধু পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকায় একটি মাচা তৈরি করে ঠেকনা দেওয়া আছে ৷ তাতে যাতায়াতে দুর্ঘটনাও ঘটেছে ৷ চলছে পারাপার (Bridge broke down in Laugram Bankura) ৷ (NLE No. 16996193)

লাউগ্রাম, 22 নভেম্বর: রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ৷ তার আগে কাঠগড়ায় শাসক দল ৷ এবার কোনও গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যুতে নয়, নির্মাণ প্রকল্প ৷ বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার অন্তর্গত লাউগ্রাম পঞ্চায়েতের অধীনস্ত ছোটপাগলা গ্রাম ৷ প্রায় 7টি গ্রামের বাসিন্দাদের কথা মাথায় রেখে গ্রামে তৈরি হয়েছিল একটি সেতু ৷ তৈরির পরে ভেঙে পড়ে সেতুটি । সেতু ভাঙনের জেরে চরম বিপাকে একাধিক গ্রাম ৷ লাউগ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙা, মঙ্গলপুর, লক্ষ্মণহাটি, মধুবন, মহামায়া কলোনি-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের পারাপারে একমাত্র সেতু এটি (Bridge collapsed in Laugram Grampanchayat in Bankura) ৷

2017 সালে লক্ষাধিক টাকা খরচ করে একটি সেতু নির্মাণ হয় ৷ ঘটা করে এর উদ্বোধনও হয় ৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে বছরে ফাটল ধরে সেতুটিতে ৷ পরে সম্পূর্ণ ভেঙে পড়ে সেতুটি ৷ এদিকে সেতু পেরিয়েই চাষের জমি, স্কুল- সবকিছু ৷ কাঠের মাচা তৈরি করে কোনওরকমে দাঁড় করানো হয়েছে সেতুটিকে ৷ তার উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করছে কচিকাঁচা পড়ুয়ারা, গ্রামবাসী ৷

Collapsed bridge in Laugram Bankura
লাউগ্রাম গ্রামপঞ্চায়েতে ভাঙাচোরা সেতু

বাসিন্দাদের পক্ষ থেকে বারেবারে একাধিক স্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি ৷ কেউ বা শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছেন ৷ কারও বক্তব্য, ইঞ্জিনিয়ার আর ঠিকাদারের মধ্যে মতের অমিল হওয়ায় সেতু ঠিকঠাক তৈরি করা যায়নি ৷ স্থানীয় এক গ্রামবাসীর অভিযোগ, গ্রামবাসীদের তত্ত্বাবধানে এই সেতু তৈরির কাজ শেষ হলে হয়তো এই বিপত্তি ঘটত না ৷ এক্ষেত্রে গ্রামবাসীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কাটমানির তত্ত্বকে সামনে এনেছেন ৷ তাঁরা জানাচ্ছেন, নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে সেতুর এই পরিণতি হয়েছে । এমনকী এমন অভিযোগও শোনা যাচ্ছে, সেতু নির্মাণকারী ঠিকাদার নাকি স্থানীয় নেতাকে 1 লক্ষ 80 হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন ৷ তাই সেতু তৈরির খাতে কম টাকা খরচ হয়েছে ৷ ফল, সেতু ভেঙে পড়া ৷

আরও পড়ুন: চলছে সেতু সংস্কার, ঘুরপথে যাওয়ার কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

এবার এমন ভাঙাচোরা জোড়াতাপ্পি মারা সেতু দিয়ে পারাপার করতে গিয়ে অনেক দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়েছে গ্রামবাসীদের ৷ স্কুলে যাওয়ার সময়, কাজে যেতে গিয়ে 5 কিলোমিটার ঘুরপথে যেতে হয় । 2 মিনিটের রাস্তা যেতে 2 ঘণ্টা সময় লাগে ৷ কী করলে এর সমাধান হবে, তা কারও জানা নেই ৷ বছর ঘুরলে বাংলায় পঞ্চায়েত ভোটের দামামা বাজবে, তার আগে এই ধরনের অবহেলা, গাফিলতি কতটা প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটে ? এ প্রশ্নের উত্তরেও দু'ভাগ গ্রামবাসী ৷ কারও মত, মানুষ যা করার বাইরে করবে না ৷ ভিতরে ভিতরে ভোট দিয়ে জানিয়ে দেবে ৷ কেউ আবার মনে করছেন, ভাঙাচোরা সেতু নিয়ে পঞ্চায়েত ভোটে তেমন কিছু হবে না ৷ আমফানের পর ভেঙে যায় এই সেতু ৷ তাই এটা প্রাকৃতিক দুর্গোগ, যা বলে কয়ে আসে না ৷ প্রশাসন চেষ্টা করছে ৷

বাঁকুড়ায় ভোগান্তিতে গ্রামবাসী

কী বলছেন শাসক দল ? লাউগ্রাম গ্রামপঞ্চায়েতের উপপ্রধান জানান, পুরো বিষয়টি তাঁদের জানা আছে ৷ এ নিয়ে উপরমহলে বিস্তারিত জানানো হয়েছে ৷ তবে মেরামতি এবং নতুন করে সেতু তৈরিতে প্রায় 35-40 লক্ষ টাকা খরচ হবে, যা একা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় ৷

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কাটমানির তত্ত্বকেই দায়ী করেছেন । তবে সেতু ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর যাই হোক না কেন, আদৌ এর কোনও স্থায়ী সমাধান হবে, নাকি সমস্যা 'সমস্যা' হয়েই রয়ে যাবে ? পঞ্চায়েত ভোটেই (West Bengal Panchayat Election 2023) বা মানুষ কী মত দেবেন ?

আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের জের, অসুস্থ শিশু সমেত সাঁতরাগাছি সেতুতে 15 মিনিট আটকে অ্যাম্বুলেন্স

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.