Bankura bridge collapse : জয়পুরে প্রবল বর্ষায় ভেঙে পড়ল 30 বছরের পুরনো সেতু, সমস্যায় গ্রামবাসীরা

author img

By

Published : Sep 18, 2021, 2:56 PM IST

ভেঙে যাওয়া ব্রিজ

বেলেখালি গ্রামে স্থানীয় একটি খালের সেতু ভেঙে পড়ায় চরম বিপাকে গ্রামবাসীরা ৷ বর্ষায় প্রবল জলস্রোতের মধ্যেই চলছে পারাপার ৷ এর আগে বহুবার সেতুর জরাজীর্ণ অবস্থা নিয়ে প্রশাসনের সবস্তরে জানালেও কেউ কর্ণপাত করেনি ৷ তাই এখন তার দাম দিতে হচ্ছে গ্রামবাসীদের ৷

বাঁকুড়া, 18 সেপ্টেম্বর : গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভেঙে গেল খালের উপর নির্মিত কংক্রিটের সেতু ৷ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের প্রায় 10টি গ্রামের মানুষের । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের বেলেখালি গ্রামে ৷ ভাঙা সেতু মেরামত নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ।

বেলেখালি গ্রামের হেতিয়া পঞ্চায়েত অঞ্চলে স্থানীয় খালের উপর একটি সেতুই ছিল আশপাশের বেশ কিছু গ্রামের যাতায়াতের মূল রাস্তা ৷ স্থানীয় গ্রামবাসী অনুপকুমার চৌধুরীর অভিযোগ, অঞ্চলবাসীরা সবাই মিলে প্রশাসনকে সেতুর খারাপ অবস্থার কথা জানিয়েছিলেন ৷ প্রশাসনের তরফে 30 বছর আগে তৈরি ভগ্নপ্রায় সেতুটির ছবিও তুলে নিয়ে যাওয়া হয় ৷ তাঁরা বিডিও, পঞ্চায়েত প্রধানের কাছে একটি বাইপাস রাস্তার অনুরোধ জানান ৷ কিন্তু পঞ্চায়েত প্রধান এবিষয়ে গুরুত্ব দেননি ৷ তারপর সেতুর ভগ্নদশার বিষয়টি থানায় লিখিত ভাবে জানান গ্রামবাসীরা ৷ এছাড়া প্রশাসনের সবস্তরে দরবার করেছেন তাঁরা ৷ তাও কেউ কোনও ভ্রূক্ষেপ করেনি ৷ ফলে ক'দিনের লাগাতার বৃষ্টিতে সেতুটি এরকম ভাবে ভেঙে পড়ল ৷

ওই সেতু দিয়ে প্রায় 10 হাজার লোক যাতায়াত করেন ৷ 10টি গ্রাম রয়েছে সেতুর একধারে ৷ তাই সেতু ভেঙে যাওয়ায় চরম সমস্যায় গ্রামবাসীরা ৷ বিশেষত কোনও গর্ভবতী মহিলা, অসুস্থ রোগী, বয়স্কদের কী করে নিয়ে যাওয়া হবে, তা ভেবে পাচ্ছেন না তাঁরা ৷ কাছেই চাঁদরামোড় বাজারে যেতে গেলে অতিরিক্ত 8 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে ৷ আর কোতুলপুর যেতে গেলে অতিরিক্ত 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে ৷

আরও পড়ুন : Ghatal : দু’মাসের মাথায় ফের জলে ডুবল ঘাটাল, রাস্তা পারাপারে নৌকাই সম্বল

এখন চায়না ধান পাকার মরশুম ৷ সেই ধান পেকে গেলে নিয়ে যাওয়া হবে তা নিয়ে চরম সঙ্কটের মুখে চাষিরা ৷ এর ফলে যে মিনিকেট ধানের দাম 1 হাজার 40 টাকা ছিল, সেই ধান 980 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা ৷ কারণ ক্রেতাকে ধান কিনতে ঘুরপথে এসে নিয়ে যেতে হচ্ছে ৷

গ্রামবাসীর অভিযোগ, কোনও দিনই সেতুর কোনও স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি ৷ এই সেতুর উপর দিয়ে 60-65 টন মাল নিয়ে যাতায়াত চলেছে ৷ এখান থেকে কোটি কোটি টাকা কর আদায় করেছে পঞ্চায়েত ৷ এখন পঞ্চায়েত উদাসীন ৷ অনুপকুমার চৌধুরী বলেন, "শুধু প্রশাসনের একার চেষ্টায় এই সেতু মেরামত হবে না ৷ এর সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকেও সহযোগিতা করতে হবে ৷"

স্থানীয় পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ তথা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ এই সেতুর ভেঙে পড়ার কথা জানিয়ে বললেন, "সেতুটি খুবই পুরনো ছিল ৷ এ বছর বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে ৷" কিন্তু নতুন করে সেতু তৈরি করতে গেলে প্রায় 1 কোটিরও বেশি টাকা লাগবে, যা এখন পঞ্চায়েতের পক্ষে দেওয়া সম্ভব নয়, জানালেন কর্মাধ্যক্ষ ৷ তাই বিষয়টি জেলাশাসককে জানানো হয়েছে ৷ জেলা প্রশাসন সেতু নির্মাণের উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.