ETV Bharat / state

BJP Slams Abhishek: অভিষেককে পালটা জবাব বিজেপি বিধায়কের, শুরু রাজনৈতিক চাপানউতোর

author img

By

Published : Apr 13, 2023, 10:57 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ বিজেপি বিধায়কের ৷ যা নিয়েই পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিষেকের অভিযোগের পরই পালটা সুর চড়ালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ তৃণমূল সাংসদকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক ৷

Etv Bharat
তৃণমূল সাংসদকে কটাক্ষ করেছে বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ বিজেপির

বাঁকুড়া, 13 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরই পালটা সুর চড়ালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বুধবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে দলীয় কর্মীসভায় যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাঁকুড়ার বিজেপি পরিচালিত জগদল্লা গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত শীট এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নাম করে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে ৷ পাশাপাশি স্বজন-পোষণেরও অভিযোগ করেন অভিষেক ৷ যার পালটা তৃণমূল সাংসদকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক ৷

ওন্দার সভা থেকে একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পাশাপাশি নাম করে বাঁকুড়ার বিজেপি পরিচালিত জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত শীট এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নাম করে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পালটা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, "যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন, তিনি একজন সোনা চোরের স্বামী ৷ তাঁর মুখে এত বড় বড় কথা মানায় না ৷

2018 সালের সার্ভে রিপোর্টে এই বাড়ি এসেছে, তখন আমি বিধায়ক ছিলাম না ৷ আমাদের দলের কোনও সাংসদও ছিল না ৷" উল্লেখ্য, মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক জানান, বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান সুশান্ত শীটের বাবার নামে এবং সোনামুখীর বিজেপি বিধায়কের স্ত্রী'র নামে আবাস যোজনায় বাড়ি এসেছে। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কীভাবে স্বজনপোষণ হয় তা নিয়েও প্রশ্ন তুলছিলেন তিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর দিনই তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

বাঁকুড়া জেলা জুড়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি পরিচালিত জগদল্লা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুশান্ত শীট বলেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় জানেন না 2018 সালের সার্ভে রিপোর্ট অনুযায়ী আমার বাবার নামে বাড়ি এসেছে, তখন আমি একজন ড্রাইভার ছিলাম মাত্র ৷ পঞ্চায়েত প্রধান ছিলাম না।" পঞ্চায়েত প্রধানের এই মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছেন জগদল্লা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সোমনাথ চৌধুরী ৷ তিনি বলেন, "পঞ্চায়েত প্রধান সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন ৷ 2018 সালের ঘটনা নয়, এটা উনি নতুন করে নিজের বাবার নাম ঢুকিয়েছেন।"

আরও পড়ুন: সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধের অভিযোগে আন্দোলনে অধীর

বিধায়কের দাবি, যেদিন তাঁর স্ত্রীর নামে বাড়ি এসেছে, সেই দিনই জেলা শাসক এবং বিডিওকে চিঠি দিয়ে সেই বাড়ি বাতিলের জন্য আবেদন জানিয়েছিলেন। পঞ্চায়েত ভোটের আগে জেলায় এই শাসক-বিরোধী চাপাউনোতর ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ আর সেই জল্পনাকে উসকে দিয়ে গেলেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.