ETV Bharat / state

Suvendu Adhikari Criticises Bengal Govt : বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে নিয়োগে দুর্নীতি, রাজ্যকে বিঁধলেন শুভেন্দু

author img

By

Published : May 27, 2022, 10:50 PM IST

bjp leader Suvendu Adhikari
রাজ্যকে বিঁধলেন শুভেন্দু

শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari)

সোনামুখী, 27 মে :"পশ্চিমবঙ্গের সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন । সিপিএম 25 শতাংশ দায়ী থাকলে, এর জন্য একশোভাগ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়"। শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে দলীয় এক কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি আরও বলেন, "গণতন্ত্র শেষ করে পুলিশকে 'ক্যাডারে' পরিণত করেছেন মুখ্যমন্ত্রী । এই মুহূর্তে যদি আধাসেনা দিয়ে সোনামুখী-সহ বাঁকুড়ার তিন পৌরসভায় ভোট হয় তাহলে সিপিএম এক-দুটি ওয়ার্ডে জিতলেও তৃণমূল 'শূন্য' আসন পাবে ৷ বিজেপি সিংহভাগ আসনে জিতবে ৷"

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, পৌরভোটে মানুষ তৃণমূলের বিপক্ষে ভোট দিলেও আইসিকে সঙ্গে নিয়ে এসডিও ইভিএম বদল করে ফল পালটে দিয়েছেন ৷ 2026 নয়, 2024 সালেই রাজ্যে বিধানসভা ভোট হবে বলেও এদিন মন্তব্য করেন তিনি ৷ এদিন একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises Bengal Govt) ৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর যে উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার এদিন তারও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, "অর্ডিন্যান্স জারি করলেও রাজ্যপালের সই লাগে । উনি যা চাইবেন বিজেপি বা কেন্দ্রীয় সরকার তা হতে দেবে না ৷" এসএসসি'তে দুর্নীতি ছাড়াও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতা-নেত্রীকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবৈধভাবে নিয়োগ করেছেন বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী ৷ "তৃণমূল নেতারা শুধু তাদের শালি ও বউকে চাকরি দেয়নি, তাদের গার্লফ্রেন্ডদেরও চাকরি করে দিয়েছে ৷

বিভিন্ন ইস্যুতে রাজ্যকে বিঁধলেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : সাংসদ তহবিল থেকে বরাদ্দ অর্থ খরচে অনীহা রাজ্যের, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে বিজেপি

সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জঙ্গলমহলকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলেছেন ৷ এই প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন,"বঞ্চনার বিরুদ্ধে এই আওয়াজ উঠেছে । তবে রাজ্য ভাগের বিষয়টি দলীয় মত নয়, উনি যা বলেছেন তা একান্তই তাঁর ব্যক্তিগত মত ।" বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের দ্রুত সিবিআই গ্রেফতারির পক্ষেও এদিন সওয়াল করেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.