ETV Bharat / city

BJP on MPLad : সাংসদ তহবিল থেকে বরাদ্দ অর্থ খরচে অনীহা রাজ্যের, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে বিজেপি

author img

By

Published : May 27, 2022, 8:12 PM IST

bjp-mps-to-lodge-complaint-against-mamata-govt-to-president-about-mplad
BJP on MPLad : সাংসদ তহবিল থেকে বরাদ্দ অর্থ খরচে অনীহা রাজ্যের, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে বিজেপি

বিজেপির অভিযোগ, তাদের সাংসদরা যে অর্থ বরাদ্দ করেন উন্নয়ন তহবিল থেকে, তা খরচ করতে চাইছে না রাজ্য সরকার ৷ রাজনৈতিক কারণেই এই অর্থ খরচ করা হচ্ছে না বলে বিজেপির দাবি ৷ তাই তারা রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে (BJP MPs to lodge Complaint against Mamata Govt to President about MPLad) ৷

কলকাতা, 27 মে : সাংসদ তহবিল (MPLad) থেকে বরাদ্দ করা টাকা খরচে অনীহা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসন ৷ এমনই অভিযোগ তুলেছেন বাংলা থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা ৷ তাই এই ইসুতে রাজ্য সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির (BJP MPs to lodge Complaint against Mamata Govt to President about MPLad) ৷

বিজেপি সূত্রে খবর, এবার বিজেপির 16 জন সাংসদই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) কাছে লিখিত অভিযোগ জানাবেন । খুব শীঘ্রই দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলায় বিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও দেবেন তাঁরা ৷ তাছাড়া রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) কাছেও এই নিয়ে অভিযোগ জানানোর পরিকল্পনা করেছেন বিজেপি সাংসদরা ৷

2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে হাতে মাত্র দু’বছর সময় ৷ কিন্তু বিজেপি সাংসদদের সাংসদ তহবিলের টাকা গড়ে 45 শতাংশ এখনও খরচ হয়নি । বিজেপির অভিযোগ, বিরোধী সাংসদ হওয়ায় এই টাকা বরাদ্দ করা হলেও জেলাশাসক, মহকুমা শাসক, এমনকি বিডিও-দের অসযোগিতায় তা খরচ হচ্ছে না ৷ সেই টাকা দ্রুত খরচ করার দাবিও জানানো হয়েছে । কিন্তু তার পরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷

বিজেপির সূত্রে খবর, অনেক জায়গাতেই একাধিক উন্নয়নমূলক বড় বড় প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্ত সেই টাকা ইচ্ছা করে জেলাশাসকরা আটকে রেখেছে বলে অভিযোগ বিজেপির । উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র পরিস্থিতি একই রকম বলে গেরুয়া শিবিরের দাবি ৷ শুধু লোকসভা নয় রাজ্যসভার সাংসদদের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে বলে অভিযোগ ৷

গেরুয়া শিবিরের বক্তব্য, বরাদ্দ করা অর্থ খরচ হয় সাধারণ মানুষের জন্য ৷ আর কোন প্রকল্প, কার তহবিলের টাকা খরচ করে কাজ হল, তা একটি ফলক বসিয়ে উল্লেখ করতে হয় ৷ বিজেপি সাংসদের টাকা খরচ করে এলাকায় উন্নয়ন করতে চায় না সরকার ৷ এটা করে আসলে মানুষকে বিজেপির বিরুদ্ধে উস্কাচ্ছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার ৷

এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার এটা জেনে বুঝেই করছেন । বিরোধী সাংসদদের কোটা টাকায় এলাকায় উন্নয়ন হলে বিজেপি যদি সুবিধা পেয়ে যায় । তাই তৃণমূলের নির্দেশেই জেলা শাসকরা বিজেপি সাংসদদের সঙ্গে দেখা পর্যন্ত করেন না । এতটাই চাপে প্রশাসন । তাই আমরা এটার প্রতিবাদ জানাব ৷"

আরও পড়ুন : BJP Social Media : নেতাদের সোশ্যাল মিডিয়ায় সড়গড় করতে প্রশিক্ষণের পরিকল্পনা বঙ্গ বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.