Man On Tower At Bankura: শালতোড়ায় বিদ্যুতের টাওয়ারে চড়ে বসা ব্যক্তিকে উদ্ধার করল প্রশাসন

author img

By

Published : Mar 27, 2022, 5:35 PM IST

Man On Tower At Bankura

বিদ্যুতের উঁচু টাওয়ারে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। অবশেষে দমকল, পুলিশ, ও সিভিল ডিফেন্সকর্মীদের যৌথ উদ্যোগে এই ব্যক্তিকে নামানো সম্ভব হয় (Man On Tower At Bankura) ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার শুকনিবাসা গ্রামে।

বাঁকুড়া, 27 মার্চ: শনিবার সন্ধের ঠিক আগে বিদ্যুতের উঁচু টাওয়ারে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। অনেকবার অনুরোধ করলেও তিনি নামতে রাজি হননি (Man On Tower At Bankura) । আর কোনও উপায় খুঁজে না পাওয়ায় আজ ভোর থেকে দমকল, পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রচেষ্টায় শেষমেষ তাঁকে নামানো সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত শুকনিবাসা গ্রামে। টাওয়ার থেকে নেমে আসার পরই তাঁকে আটক করে শালতোড়া থানার পুলিশ।

গ্রামের সীমানা দিয়ে চলে গিয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎবাহী হাইটেনশন লাইন। বিদ্যুৎবাহী হাইটেনশন লাইনের সেই উঁচু টাওয়ারের মাঝে উঠে বসেছিলেন মধ্যবয়সি এক ব্যক্তি। গতকাল সন্ধ্যার এমন ঘটনা দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন গ্রামের মানুষজন। যে কোনও সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ আজ সকালে শালতোড়া থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে যুবককে নেমে আসার জন্য অনুরোধ করেন স্থানীয়রা। সে সব কথা শোনেননি এই ব্যক্তি। পুলিশ ব্যর্থ হওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যুবককে টাওয়ার থেকে নামিয়ে আনতে ব্যর্থ হয় । এরপর খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে।

আরও পড়ুন: ঠাকুমাকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল নাতজামাইয়ের বিরুদ্ধে

দমকল, পুলিশ, ও সিভিল ডিফেন্স কর্মীদের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত দুপুরে এই ব্যক্তিকে নামিয়ে আনা হয় টাওয়ার থেকে। তিনি নেমে আসতেই শালতোড়া থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এই ব্যক্তির নাম রামদাস মান্ডি, বাড়ি পুরুলিয়া জেলার রাঙ্গামাটি গ্রামে । শুকনিবাসা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে তিনি এসেছিলেন। কী কারণে রামদাস মান্ডি এই কাজ করলেন সেই বিষয়ে শালতোড়া থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.