ETV Bharat / state

বাঁকুড়ায় ডায়ারিয়াতে অসুস্থ প্রায় 200

author img

By

Published : May 16, 2020, 9:34 PM IST

200 people are suffering from diarrhea in bankura
বাঁকুড়াতে ডায়রিয়াতে অসুস্থ প্রায় 200

শহরের রামপুর-মনোহরতলা এলাকায় ডায়ারিয়াতে আক্রান্ত প্রায় 200 মানুষ । খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল আজ রামপুর-মনোহরতলায় যায় ৷

বাঁকুড়া, 16 মে : বাঁকুড়া শহরের ডায়রিয়ার প্রকোপ ৷ অসুস্থ প্রায় 200 জনেরও বেশি । পরিস্থিতি সামাল দিতে এলাকায় স্বাস্থ্য দপ্তরের শিবির । শহরের রামপুর-মনোহরতলা এলাকায় ডাইরিয়াতে আক্রান্ত প্রায় 200 মানুষ । খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল আজ রামপুর-মনোহরতলায় যায় ৷ সেখানে একটি কমিউনিটি হলে অসুস্থদের চিকিৎসার জন্য একটি শিবির তৈরি করা হয়েছে ৷

জানা গেছে, গ্রামবাসীদের মধ্যে কয়েকজনের অসুস্থতা গুরুতর ৷ তাঁদেরকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । স্থানীয় একটি পুজোর প্রসাদ খেয়েই এই ডায়ারিয়ার প্রাদুর্ভাব ৷ প্রাথমিকভাবে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর । গত বৃহস্পতিবার এলাকায় বৈশাখ সংক্রান্তিতে সংক্রান্তি পুজোর প্রসাদ বিতরণ করা হয় । সেই প্রসাদ থেকেই খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়ারিয়ার প্রাদুর্ভাব হয়েছে । শুক্রবার বিকেল থেকেই স্থানীয়দের মধ্যে কয়েকজনের পেট ব্যথা, বমি সমেত ডায়ারিয়ার উপসর্গ দেখা দেয় । আক্রান্তদের সংখ্যা সংখ্যা দ্রুত বেড়ে প্রায় দু'শতে পৌঁছায় ।

আজ সকাল থেকেই এলাকায় পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলের সদস্যরা । এলাকা পরিদর্শনে যান বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা । বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, " প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তরের অনুমান খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে । " তবে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে ৷ জানান বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.