Illegal Sand Smuggling: অবৈধভাবে নদী থেকে বালি পাথর উত্তোলন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক

author img

By

Published : Jul 9, 2022, 6:28 PM IST

MLA writes letter to CM on Illegal Sand Smuggling in Alipurduar

ফের প্রশাসনের নাকের ডগায় বালি পাথর তোলার অভিযোগ উঠেছে(Illegal Sand Smuggling)। নীরব দর্শক আলিপুরদুয়ার জেলা প্রশাসন । মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বিধায়ক(MLA writes letter to CM Mamata Banerjee) ।

আলিপুরদুয়ার, 9 জুলাই: ফের অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলার অভিযোগ উঠেছে । জেসিবি লাগিয়ে করা হচ্ছে অবৈধভাবে বালি পাথর তোলার কাজ । মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাঁও ।

শনিবার বিধায়ক মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে চিঠি দিয়ে সংকোশ নদী থেকে বালি পাথর উত্তোলনের বিষয়ে অবগত করেছেন । বর্ষার সময়ে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে নদী থেকে বালি পাথর তোলা নিষিদ্ধ ৷ তা সত্ত্বেও কীভাবে বালি পাথর তোলা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন ।

গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও সংকোশ নদী থেকে বালি পাথর তোলার ভিডিও প্রকাশ্যে এসেছে । ভিডিওতে দেখা গিয়েছে, আট-দশটি জেসিবি নদী থেকে বালি পাথর তোলার কাজ করছে । নদীর পাশে বালি পাথর তুলে স্তুপ করে রাখা হয়েছে । সেখান থেকেই কোচবিহারে ও বাংলাদেশে বালি পাচার হচ্ছে বলে বিধায়কের অভিযোগ ।

মনোজ ওরাঁও অভিযোগ করেন, এর আগেও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পর বেশ কিছুদিন নদী থেকে বালি পাথর তোলা বন্ধ ছিল । কিন্তু ফের বালি পাথর তোলার বিষয়ে তৎপর হয়েছে মাফিয়ারা । মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের আগে ও কিছুদিন পরে পর্যন্ত কুমারগ্রাম বিধানসভার সংকোশ নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ ছিল ৷ মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর ফের বালি পাথর তোলা শুরু হয়েছে । সংকোশ নদীর সেতুর নিচ থেকে বালি তোলার ফলে সেতুর ক্ষতির আশঙ্কা করেছেন বিধায়ক । মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি আলিপুরদুয়ারের জেলাশাসককেও চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন তিনি (MLA writes letter to CM on Illegal Sand Smuggling in Alipurduar) ।

আলিপুরদুয়ারে অবৈধভাবে নদী থেকে বালি পাথর উত্তোলন

আরও পড়ুন: বেআইনি বালি উত্তোলন অণ্ডালে, বিক্ষোভ গ্রামের মানুষদের

বিধায়কের দাবি, সম্প্রতি নদীতে বড় বড় জেসিবি দিয়ে ডাম্পার লাগিয়ে নদী থেকে বালি পাথর পাচার করা হচ্ছে । দিনের বেলায় এইভাবে বালি পাথর তোলা হচ্ছে অথচ নীরব দর্শক পুলিশ থেকে প্রশাসন ৷ আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিধায়ক । এই বিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.