ETV Bharat / state

NJP-Guwahati Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই আলিপুরদুয়ারে ! ক্ষোভ এলাকাবাসীর

author img

By

Published : Mar 28, 2023, 10:29 PM IST

NJP Guwahati Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

এর আগে বোলপুরে বন্দে ভারতের স্টপেজ না দেওয়া নিয়ে এলাকাবাসীর ক্ষোভ বিক্ষোভের রূপ নেয় ৷ এবার এনজেপি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আলিপুরদুয়ারে স্টপেজ নেই বলে অভিযোগ উঠল ৷ যার জেরে ক্ষোভে ফুঁসছে আলিপুরদুয়ারবাসী (NJP-Guwahati Vande Bharat Express Route) ৷

জলপাইগুড়ি, 28 মার্চ: এনজেপি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের (NJP-Guwahati Vande Bharat Express) স্টপেজকে কেন্দ্র করে বিতর্ক দাঁনা বাঁধল । বন্দেভারত এক্সপ্রেসের স্টপেজ নেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি রোড স্টেশনে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রেলের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে । আলিপুরদুয়ারের বিজেপির সাংসদকে 'কুম্ভকর্ণ মন্ত্রী' বলে সামাজিক মাধ্যমে কটাক্ষ করা হয়েছে ।

রাজ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে । এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা রয়েছে । তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের সময় সুচি ভাইরাল হয়েছে । যাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । কারণ ওই তালিকা অনুযায়ী আলিপুরদুয়ারে বন্দে ভারতের কোনও স্টপেজ নেই । কিন্তু কোচবিহারে স্টপেজ রয়েছে । আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল হেডকোয়ার্টার হলেও সেখানে স্টপেজ নেই । এর জেরেই সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক দলের কর্মী থেকে সামাজিক কর্মীরা সবাই সোচ্চার হয়েছেন । আবার অনেকে সাফাইও দিয়েছেন, কোচবিহারে স্টপেজ দিচ্ছে পাশাপাশি আলিপুরদুয়ারে বন্দে ভারত ট্রেনের স্টপেজ চাওয়াটা কতটা যুক্তিযুক্ত ।

NJP Guwahati Vande Bharat Express Route
সমাজকর্মী রাতুল বিশ্বাস সোশ্যাল মিডিয়া পোস্ট

ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে সকাল 6:15 মিনিটে এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে যাবে । 7:53 মিনিটে কোচবিহারে থামবে । কিন্তু আলিপুরদুয়ারে স্টপেজের উল্লেখ নেই । এদিকে তৃণমুল কংগ্রেসের আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, "বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের একটা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ার দেখলাম । তাতে কোচবিহারে স্টপেজ থাকলেও আলিপুরদুয়ারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই । আমরা মর্মাহত । আজ পর্যন্ত আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিছুই করতে পারলেন না । একটাও জনমুখী কাজ করতে পারলেন না । সংসদেও আলিপুরদুয়ারের জন্য কোনও কথা তুলছেন না । সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ।"

সমাজকর্মী রাতুল বিশ্বাস সোশ্যাল মিডিয়ার লিখেছেন, আলিপুরদুয়ারে বন্দে ভারতের স্টপেজ নেই । 'কুম্ভকর্ণ মন্ত্রী'র বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা উচিৎ । আলিপুরদুয়ার প্রবীণ নাগরিক মঞ্চের সম্পাদক ল্যারি বোস বলেন, "আমরা দাবি করছি যাতে নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ পেতে পারি । আমরা আশায় রয়েছি ।"

আলিপুরদুয়ারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই শুনে অবাক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা । তিনি জানান, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেসের আলিপুরদুয়ারে স্টপেজের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করেছিলেন । বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন রেলমন্ত্রকের সঙ্গে । জন বারলা বলেন, "আসলে নিজের জায়গায় সবাই আশা করে ভালো ট্রেনের স্টপেজের । আমিও আশা করেছিলাম আলিপুরদুয়ারে বন্দেভারতের স্টপেজ পাব । কিন্তু কেন হল না, জানার চেষ্টা করব ৷ পাশাপাশি যাতে আলিপুরদুয়ারে স্টপেজ পায়, সেটা দেখব ।"

আরও পড়ুন: মডেল স্টেশন বোলপুরে দাঁড়াবে না বন্দে ভারত ! কবিগুরুর 'অবমাননা'য় ফুঁসছে রবি-অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.