ETV Bharat / state

Vande Bharat Express: মডেল স্টেশন বোলপুরে দাঁড়াবে না বন্দে ভারত ! কবিগুরুর 'অবমাননা'য় ফুঁসছে রবি-অনুরাগীরা

author img

By

Published : Dec 27, 2022, 7:24 PM IST

ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানার্থে সমস্ত ট্রেন থামে । একমাত্র ব্যতিক্রম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । এই ট্রেন থামার কোনও নির্দেশিকা নেই রেল মন্ত্রকের তরফে ৷ বিভিন্ন মহলের অভিযোগ, বিশ্বকবিকে অবমাননা করা হচ্ছে ৷ নিন্দা করছেন রাজনৈতিক নেতারাও (Vande Bharat Express will not halt at Bolpur Station ) ৷

Etv Bharat
Etv Bharat

বিতর্কে বন্দে ভারতের বঙ্গযাত্রা

বোলপুর, 27 ডিসেম্বর: 30 ডিসেম্বর । আর মাত্র তিনদিনের অপেক্ষা । শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । পতাকা নাড়বেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তার আগেই বিতর্কে তাঁর স্বপ্নের প্রকল্পের বঙ্গযাত্রা (Vande Bharat Express will not halt at Bolpur Station ) ।

শান্তিনিকেতন । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থল । বিশ্বকবির স্মৃতিবিজরিত শান্তিনিকেতনকে সাজাতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার । রবি ঠাকুরের প্রাণের শান্তিনিকেতন সংরক্ষণে যত্নশীল কেন্দ্রও । ঢেলে সাজানো হয়েছে বোলপুর স্টেশন । তৈরি হয়েছে 'গীতাঞ্জলি রেল সংগ্রহশালা'। কবিগুরুর সম্মানার্থে সব ট্রেনই দাঁড়ায় বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে, এই নির্দেশিকা দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফেই । এবার সেই স্টেশনেই থামবে না বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি তাঁর 'প্রাণের আরাম শান্তিনিকেতন'। তাই কবিগুরুর সম্মানার্থে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকে মডেল স্টেশন হিসাবে ঘোষণা করেছে রেল মন্ত্রক ৷ এই স্টেশনে সমস্ত ট্রেন থামবে, এমন নিয়মও রয়েছে । শুধুমাত্র রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বিশ্বের বহু জায়গা থেকেও বছরে লক্ষ লক্ষ পর্যটক আসেন শান্তিনিকেতনে। এছাড়া, বিশ্বভারতীতে দূরদূরান্তের পড়ুয়াও রয়েছে । এমনকী শান্তিনিকেতন থেকে অসুস্থ কবিকে চিকিৎসার জন্য শেষবারের মতো কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল ৷ কবির শেষযাত্রার সেই বিশেষ ট্রেন-সহ অসংখ্য স্মৃতি নিয়ে স্টেশন চত্বরেই রয়েছে 'গীতাঞ্জলি রেল সংগ্রহশালা'।

আরও পড়ুন: আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন

তা সত্ত্বেও ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস থামার কোনও নির্দেশিকা নেই রেল মন্ত্রকের তরফে ৷ এতে বিশ্বকবিকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন রবীন্দ্র অনুরাগীরাও । রীতিমতো ক্ষোভে ফুঁসছে বোলপুর-শান্তিনিকেতনবাসী ৷ নিন্দা করছেন রাজনৈতিক নেতারাও ৷ তবে সকলেরই আশা, রেল মন্ত্রক হয়তো এই বিষয়টিতে নজর দেবেন ।

বোলপুর-শান্তিনিকেতন স্টেশন ম্যানেজার প্রণব কুমার সিংহ বলেন, "সরকারিভাবে কোনও নির্দেশিকা নেই যে বন্দে ভারত এক্সপ্রেস বোলপুর স্টেশনে দাঁড়াবে ৷ এমনকী ট্রায়ালের সময়ও ট্রেন এই স্টেশনে দাঁড়ায়নি ।"

আরও পড়ুন: ট্রায়াল রানে ছুটল বন্দে ভারত, হাওড়া থেকে শিলিগুড়ি যাত্রা মাত্রা 8 ঘণ্টায়

রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, "কেন্দ্রীয় সরকার ও বিশ্বভারতীর উপাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে দিতে চাইছে ৷ এক্ষেত্রেও তাই হচ্ছে ৷ পৌষমেলা, বসন্তোৎসব বন্ধ করে দিয়েছে ৷ বন্দে ভারতও দাঁড়াবে না । তাও আমাদের আশা, রেলমন্ত্রক বিষয়টি দেখবে । আমিও প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি দেব ।" বোলপুরের বিজেপি নেতা বিকাশ মিশ্র বলেন, "ট্রেনটি চালু করার জন্য ধন্যবাদ জানাই ৷ আমি বিজেপি করলেও আগে বোলপুরবাসী ৷ এখানে কবিগুরুকে সম্মান জানিয়ে শতাব্দী এক্সপ্রেসও থামে । বন্দে ভারত এক্সপ্রেসও যাতে থামে সেটাই চাই ।"

বিশ্বভারতীর প্রাক্তনী তথা শিক্ষক নূরুল হক বলেন, "বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে সব ট্রেন কেন দাঁড়াবে এই বোধটাই যাদের নেই তাঁরা কী করে বন্দে ভারত এক্সপ্রেসকে এখানে দাঁড় করাবে ৷ এটাতে কবিগুরুকে অসম্মান করা হয়েছে । ট্রেনটি এখানে না-দাঁড় করানো দুর্ভাগ্যজনক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.