ETV Bharat / state

Tiger Found in Buxa : মিলেছে বাঘের দেখা, বক্সায় বন্ধ জঙ্গল সাফারি

author img

By

Published : Dec 12, 2021, 8:36 PM IST

Updated : Dec 12, 2021, 10:05 PM IST

Tiger Found in Buxa
মিলেছে বাঘের দেখা, বক্সায় বন্ধ জঙ্গল সাফারি

বাঘের দেখা মেলায় বক্সায় আপাতত বন্ধ থাকছে জঙ্গল সাফারি (jungle safari prohibited in buxa tiger reserve)

বক্সা, 12 ডিসেম্বর : দীর্ঘ প্রায় তিন দশকের অবসান ঘটিয়ে শুক্রবার রাতেই বক্সার জঙ্গলে দেখা মিলেছে বাঘের ৷ বন দফতরের পাতা ট্র্যাক ক্যামেরায় দু'বার ফুয়ে উঠেছে বাঘের ছবি ৷ দীর্ঘ এতবছর পর উত্তরবঙ্গে বক্সার জঙ্গলে বাঘের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই খুশি বন দফতর, বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মী ও আধিকারিকরা ৷ খুশি পরিবেশ প্রেমীরা ৷ সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে আপাতত 5 দিন বক্সায় জঙ্গল সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর (jungle safari prohibited in buxa tiger reserve) ৷

প্রবীণ বনকর্মীদের মতে বক্সার জঙ্গলে শেষ বাঘের ছবি উঠেছিল 1983 সালে এবং আজ থেকে প্রায় দুই যুগ আগে শেষবার এখানে বাঘ চাক্ষুষ করা গিয়েছিল । তারপর থেকেই রব উঠেছিল বক্সার জঙ্গলে বাঘ নেই। এমনকি বছরের পর বছর ধরে বাঘ গণনার কাজ চললেও সেখানে বাঘের অস্তিত্ব খুঁজে পাননি বন কর্মীরা। বাঘের দেখা না মেলায় বছর চারেক আগে এই বক্সা জঙ্গলের 'বক্সা ব্যাঘ্র প্রকল্পের' তকমা, কেন কেড়ে নেওয়া হবে না তা জানতে চেয়ে চিঠি পর্যন্ত দিয়েছিল ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি বা এনটিসিএ। যার জেরে এই ব্যাঘ্র প্রকল্পের অস্তিত্ব এক প্রকার সঙ্কটের মুখে পড়ে গিয়েছিল। প্রকল্পের কর্তারা বাঘের উপস্থিতি টের পেলেও তা তথ্য, প্রমাণ সহ পেশ করতে পারছিলেন না। প্রকল্পের সম্মান ধরে রাখতে অসম থেকে বাঘ নিয়ে আসার পরিকল্পনাও চূড়ান্ত করেছিল রাজ্য বন দফতর । কেন্দ্রীয় ব্যাঘ্র সংরক্ষণ সংস্থা বক্সা টাইগার রিজার্ভ-এর জন্য বরাদ্দ টাকাও ছেঁটে দিয়েছিল।

মিলেছে বাঘের দেখা, বক্সায় বন্ধ জঙ্গল সাফারি

আরও পড়ুন : তিন দশক পর বক্সায় দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বক্সায় দেখা মিলেছে বাঘের। বিষয়টি নিয়ে নিজেদের উচ্ছ্বাস গোপন করছেন না বন কর্তারা ৷ ট্র্যাক ক্যামেরায় শুক্রবার রাতে ধরা পড়া বাঘটি পূর্ণবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগার বলেই জানা গিয়েছে ৷ তাই এবার বক্সাকে বাঘের নিরাপদ বাসস্থান হিসেবে সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ করতে চলেছে বন দফতর । যৌথ বন পরিচালনা কমিটির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, বন বস্তিবাসীদের মধ্যেও রয়েল বেঙ্গল টাইগার নিয়ে সচেতনতামূলক প্রচার করা হবে ৷ সিদ্ধান্ত হয়েছে বক্সার দুই ডিভিশনে দুটি টহলদারি দল চব্বিশ ঘণ্টা পুরো এলাকায় টহল দেবে। সাময়িক ভাবে আপাতত পাঁচ দিনের জন্য জঙ্গল সাফারি বন্ধ থাকছে বক্সায়। ইতিমধ্যেই বক্সার জঙ্গলে 150টি ট্র‍্যাক ক্যামেরা বসানো রয়েছে। আরও 70 টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। বাঘ সংরক্ষণ করতে বন দফতরকে আরও বেশি সর্তকতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন পরিবেশ প্রেমীরা।

Last Updated :Dec 12, 2021, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.