ETV Bharat / state

ভুটানের এক কোরোনা আক্রান্তকে নিয়ে আতঙ্ক ছড়াল জয়গাঁয়

author img

By

Published : May 28, 2020, 9:49 PM IST

31/সি জাতীয় সড়ক থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে কালচিনি ব্লকের হাসিমারা, দলসিংপাড়া, জয়গাঁ হয়ে ভুটানে প্রবেশ করেন এক মহিলা । ভুটানে প্রবেশের আগে তিনি জয়গাঁ ট্যাক্সি স্ট্যান্ডে নেমে কয়েকটি দোকান থেকে কেনাকাটা করেন । এরপর জয়গাঁ থেকে একটি গাড়ি ভাড়া করে ভুটানে যান । ভুটান সরকার ওই মহিলাকে প্রথমে কোয়ারানটিনে পাঠায় । এরপর মঙ্গলবার ওই মহিলার সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । বুধবার বিকেলে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত ।

jaigaon people gets terrified about one corona infected bhutan citizen
ভুটানের এক কোরোনা আক্রান্তকে নিয়ে আতঙ্ক ছড়াল জয়গাঁয়

আলিপুরদুয়ার, 28 মে : কোরোনায় আক্রান্ত ভুটানের এক মহিলাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল জয়গাঁয় । জানা গেছে, ভুটানের ওই মহিলা সোমবার শিলিগুড়ির NJP থেকে একটি গাড়ি ভাড়া করে 31/সি জাতীয় সড়ক দিয়ে ভুটানে ফিরছিলেন ।

ওই মহিলা 31/সি জাতীয় সড়ক থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে কালচিনি ব্লকের হাসিমারা, দলসিংপাড়া, জয়গাঁ হয়ে ভুটানে প্রবেশ করেন । ভুটানে প্রবেশের আগে তিনি জয়গাঁ ট্যাক্সি স্ট্যান্ডে নেমে কয়েকটি দোকান থেকে কেনাকাটা করেন । এরপর জয়গাঁ থেকে একটি গাড়ি ভাড়া করে ভুটানে যান । ভুটান সরকার ওই মহিলাকে প্রথমে কোয়ারানটিনে পাঠায় । এরপর মঙ্গলবার ওই মহিলার সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । বুধবার বিকেলে জানা যায় তিনি কোরোনা আক্রান্ত ।

ওই মহিলা গাড়িতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা , দলসিংপাড়া, জয়ঁগা হয়ে ভুটানে প্রবেশ করেছেন । এই কথা জানতে পেরে কালচিনি ব্লকের কোথাও দাঁড়িয়েছিলেন কি না বা কারও সংষ্পর্শে এসেছিল কি না তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন । লতাবাড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার বলেন, "ভুটানের ওই মহিলা যে গাড়ি নিয়ে এসেছিল সে কোথায় তা দাঁড় করিয়েছিল, তার পুরো ট্র্যাভেল হিস্ট্রি আমরা নেওয়ার চেষ্টা করছি । ভুটান প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে । "

জয়গাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্বা লামা বলেন, "আমরা ভুটান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি । ওই মহিলা কোথায় গিয়েছিল, কাদের সঙ্গে যোগাযোগ করেছে, জয়গাঁর কোন কোন দোকানে কেনাকাটা করেছে সব জানার চেষ্টা করছি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.