ETV Bharat / state

লাদাখে শহিদ আলিপুরদুয়ারের বিপুল রায়

author img

By

Published : Jun 17, 2020, 12:47 PM IST

Updated : Jun 17, 2020, 1:17 PM IST

গালওয়ান উপত্যকায় চিন-ভারত সেনা সংঘর্ষে শহিদ আলিপুরদুয়ারের বিপুল রায় ।

ছবি
ছবি

আলিপুরদুয়ার, 17 জুন : সোমবার গালওয়ান উপত্যকায় চিন-ভারত সেনা সংঘর্ষে শহিদ হন আলিপুরদুয়ারের বিপুল রায় (35) । খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা থানা এলাকায় । তবে ছেলের জন্য গর্বিত বিপুল রায়ের বাবা ।

লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গালওয়ান উপত্যকায় মে মাসের শুরু থেকেই মুখোমুখি হয় দু'দেশের সেনা । নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সামাল দিতে একাধিক বৈঠক করেন দু'দেশের কমান্ডাররা । কয়েকদিন আগে লাদাখের এই গালওয়ান উপত্যকা পরিদর্শনও করেন বিপিন রাওয়াত । শনিবার দেরাদুনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে জানান, নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে । কিন্তু গতকাল হঠাৎই উত্তপ্ত হয় পরিস্থিতি । দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ পরে ভারতীয় সেনার তরফে জানানো হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে৷

এই সংক্রান্ত আরও খবর : বদলা চাইছে শহিদ রাজেশের পরিবার

ডিসেম্বরে শেষবার বাড়ি ফিরেছিলেন বিপুল রায় । খুব তাড়াতাড়ি আবারও ফেরার কথা ছিল তাঁর । কিন্তু কথা রাখতে পারলেন না ।

Last Updated :Jun 17, 2020, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.