ETV Bharat / state

কুমারগ্রামে রেশন পাচারের অভিযোগ, গ্রেপ্তার 5, আটক ভ্যান

author img

By

Published : Apr 25, 2020, 11:37 PM IST

শনিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুমারগ্রাম থানার IC বাসুদেব সরকারের নেতৃত্বে বারবিশা কুমারগ্রাম রোডের এন্ডিবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিক-আপ ভ্যান আটক করে । সেই ভ্যান থেকে পুলিশ 42 বস্তা চাল ও 28 বস্তা গম উদ্ধার করে । পাশাপাশি গাড়ির চালক , রেশন দোকানের মালিক , তিন শ্রমিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ৷

Alipuduar
আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার , 25 এপ্রিল : চা বলয়ের অর্ধাহার,অনাহারে থাকা মানুষদের জন্য সরকার নির্ধারিত রেশনের চাল , গম , চিনি চুরি করে পাচারের অভিযোগ ৷ পাচার করার সময় কুমারগ্রাম পুলিশের তৎপরতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । জেলা BJP-র অভিযোগ এই পাচার চক্রে জড়িত শাসক দলের স্থানীয় নেতা সহ খাদ্য দপ্ততরের একাংশ কর্মী । কুমারগ্রাম থানার পুলিশ এক রেশন দোকানের মালিক সহ বাকি চার অভিযুক্তকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

শনিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুমারগ্রাম থানার IC বাসুদেব সরকারের নেতৃত্বে বারবিশা কুমারগ্রাম রোডের এন্ডিবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিক-আপ ভ্যান আটক করে । সেই পিকাপ ভ্যান থেকে পুলিশ 42 বস্তা চাল ও 28 বস্তা গম উদ্ধার করে । সেই সঙ্গে ওই ভ্যান থেকে পুলিশ কুমারগ্রামের একটি রেশন দোকানের মালিক , গাড়ির চালক , তিন শ্রমিক সহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে । পুলিশ রবিবার ধৃত পাঁচ অভিযুক্তকে আলিপুরদুয়ার কোর্টে তুলবে ।

জেলা BJP সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার অভিযোগ, এই চাল চুরির ঘটনা রাজ্যের সর্বত্র হচ্ছে । আজ কুমারগ্রামের ঘটনা ফের তা প্রমান করল । এলাকার স্থানীয় রেশন ডিলার প্রদীপ কুমার গুপ্তা সরাসরি তৃনমূল কংগ্রেসের সঙ্গে জড়িত । তার সঙ্গে জড়িত জেলা খাদ্য দপ্তরের একাধিক আধিকারিক । সেই সুবাদেই এই চাল চুরির ঘটনার সাহস পেয়েছে এই পাচারকারীরা । পুলিশ উদ্যেগ নিয়ে এই চাল চুরি আটকালেও তৃণমূলের চাপে পরে ঘটনা চেপে যাবে ।

এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিধায়ক, কুমারগ্রামের বিধায়ক কিংবা আলিপুরদুয়ার জেলা সভাপতির কোনও বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে , আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন , ঘটনার কথা শুনেছি । পুলিশ তদন্ত করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.