ETV Bharat / state

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে 4, 499 কর্মী নিয়োগ

author img

By

Published : Aug 20, 2020, 7:01 AM IST

চাকরি
চাকরির খবর

ভারতীয় রেলের নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে তৈরি হয়েছে 4, 499টি শূন্য পদ । মাধ্যমিক পাশ থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে । উত্তর-পূর্ব রেলের ওয়ার্কশপে মোট 10টি বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে ।

টেন পাশের যোগ্যতার কর্মী নিয়োগ করবে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে । একাধিক পদে মোট 4, 499 জনকে নিয়োগ করা হবে । ফিটার, ওয়েলডার, ইলেক্ট্রিশিয়ান, কার্পেন্টার, ডিজ়েল মেকানিক, মেসিনিস্ট, পেন্টার, টার্নার, রিফ্রিজেরেটার ও AC মেকানিক, ইলেক্ট্রনিক্স মেকানিক পদে কর্মী নিয়োগ করা হবে । এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে 15 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত ।

এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য

আসন : মোট আসন রয়েছে 4,499টি

  • কাটিহার TDH ওয়ার্কশপ - 970
  • আলিপুরদুয়ার ওয়ার্কশপ - 493
  • রাঙ্গিয়া ওয়ার্কশপ - 435
  • লামডিং ওয়ার্কশপ - 1302
  • তিনসুকিয়া ওয়ার্কশপ - 484
  • নিউ বঙ্গাইগাও ওয়ার্কশপ - 539
  • ডিব্রুগড় ওয়ার্কশপ - 276

শিক্ষাগত যোগ্যতা :

  • আবেদনকারীর নূন্যতম 10 পাশের যোগ্যতা থাকতে হবে । ক্লাস 10-এ 50 শতাংশ নম্বর থাকতে হবে ।
  • আবেদনকারীর ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং-এর সার্টিভিকেট থাকতে হবে ।

বয়সসীমা : আবেদনকারীর বয়স 01.01.2020-র মধ্যে সর্বনিম্ন 15 ও সর্বোচ্চ 24 বছর হতে হবে ।

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে (www.nfr.indianrailways.gov.in) গিয়ে আবেদন জমা দিতে হবে । অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে 15 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে । এক জন প্রার্থী একটি মাত্র পদেই আবেদন জানাতে পারবেন ।

আবেদনের ফি :

এই পদগুলির জন্য আবেদনের ফি লাগবে 100 টাকা । অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে । SC, ST, PWD ও মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা দেওয়া যাবে : 15.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.