ETV Bharat / sports

Tokyo Olympics :জাপানকে 5-3 গোলে উড়িয়ে দিল ভারত

author img

By

Published : Jul 30, 2021, 4:39 PM IST

Updated : Jul 31, 2021, 7:55 AM IST

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারত ৷ ম্যাচের 17 মিনিটে এই আক্রমণের ফসল তোলে মেন ইন ব্লুজ ৷ গোল করেন গুরজন্ত সিং ৷ তবে তার 2 মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান কমান জাপানের তানাকা কেন্তা ৷ দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হয় 2-1 গোলে ৷
ভারতীয় হকি দল
ভারতীয় হকি দল

টোকিয়ো, 30 জুলাই : পুল এ-তে একমাত্র অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছিল ভারত ৷ তারপর ঘুরে দাঁড়ায় মনপ্রীত সিংয়ের ছেলেরা ৷ একে একে স্পেন, আর্জেন্টিনাকে হারায় ৷ আজ পুল এ-র শেষ ম্যাচে জাপানকে 5-3 গোলে উড়িয়ে দিল মনপ্রীত সিংয়ের দল ৷

ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে ৷ তাই শুরুর দিকে জাপানকে দেখে খেলার নীতি নেয় ভারতীয় দল ৷ এরই মধ্যে ম্যাচের 6 মিনিটে বিবেক সাগর প্রসাদের শট বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক ৷ হেলায় ছেড়ে দেয়নি জাপানও ৷ 10 মিনিটে হিরোমাসা ওচিআইয়ের শট বাইরে যায় ৷ এই কোয়ার্টারে একাধিক পেনাল্টি কর্নার পায় ভারত ৷ ম্যাচের 13 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে প্রথম গোল করেন হরমনপ্রীত সিং ৷ প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলে ৷

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারত ৷ ম্যাচের 17 মিনিটে এই আক্রমণের ফসল তোলে মেন ইন ব্লুজরা ৷ গোল করেন গুরজন্ত সিং ৷ তবে তার 2 মিনিটের মধ্যেই গোল করে ব্যবধান কমান জাপানের তানাকা কেন্তা ৷ দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হয় 2-1 গোলে ৷

তৃতীয় কোয়ার্টারে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে জাপান ৷ 33 মিনিটে গোল করে সমতা ফেরান ওয়াটানাবি কোটা ৷ তবে এক মিনিট পরেই সামসের সিংয়ের গোলে ফের এগিয়ে যায় ভারত ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা

চতুর্থ কোয়ার্টারেও তুল্যমূল্য লড়াই চলে ৷ সুমিতের শট আটকে দেন জাপানের খেলোয়াড়রা ৷ জাপানেতর তানাকা সেরেন বাইরে শট মারেন ৷ এরইমধ্যে নীলকান্ত শর্মার গোলে ব্যবধান বাড়ায় ভারত ৷ ম্যাচের 57 মিনিটে জাপানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গুরজন্ত সিং ৷ তবে ম্যাচের 59 মিনিটে গোল করে জাপানের হয়ে ব্যবধান কমান মুরাতা খাজুমা ৷

Last Updated :Jul 31, 2021, 7:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.