Tokyo Olympics : জোকস নয়, টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে জোকারকে

author img

By

Published : Jul 16, 2021, 1:05 PM IST

Updated : Jul 16, 2021, 1:31 PM IST

নোভাক জকোভিচ

বছর 34-র জকোভিচ আজ টুইট করে জানান তিনি টোকিয়ো যাওয়ার প্লেন বুক করেছেন ৷ এছাড়া জোকার আরও জানান সার্বিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত ৷

বেলগ্রেড, 16 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে নোভাক জকোভিচকে ৷ নিজের ‘‘গোল্ডেন স্ল্যামের’’ লক্ষ্যে টোকিয়ো অলিম্পিকসে নামতে চলেছেন নোভাক জকোভিচ ৷ আজ নিজেই একথা জানালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷

বছর 34-র জকোভিচ আজ টুইট করে জানান তিনি টোকিয়ো যাওয়ার প্লেন বুক করেছেন ৷ এছাড়া জোকার আরও জানান সার্বিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত ৷

রবিবারই জিতেছেন উইম্বলডন খেতাব ৷ যা তাঁর কেরিয়ারের 20 তম গ্র্যান্ড স্ল্যাম ৷ উইম্বলডন জয়ের পর জোকার জানান, তিনি টোকিয়ো অলিম্পিকসে অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয় ৷ এরপরই জল্পনা শুরু হয়, তাহলে কি টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে না বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ? দেখা যাবে না পুরুষদের প্রথম ‘‘গোল্ডেন স্ল্য়াম’’ ?

যদি জকোভিচ অলিম্পিকসে সোনা জেতেন ও একই সঙ্গে ইউ এস ওপেন খেতাব জেতেন, তাহলে অনন্য রেকর্ড গড়বেন সার্বিয়ান এই টেনিস তারকা ৷ প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে একটি বর্ষে সর্বাধিক চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকস সোনা জিতে নিজের গোল্ডেন স্ল্যাম জয় করবেন তিনি ৷

আরও পড়ুন : পন্থের পর করোনা আক্রান্ত সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানি

তবে মহিলাদের বিভাগে এই বিশ্ব রেকর্ড আগেও হয়েছে ৷ একমাত্র মহিলা হিসেবে স্টেফি গ্রাফ 1988 সালে চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকস জেতেন ৷ তবে টোকিয়ো অলিম্পিকসে জকোভিচকে দেখা গেলেও প্রথম সারির টেনিস তারকা, রাফায়েল নাদাল, রজার ফেডেরার, ডোমিনিক থিয়েমকে দেখা যাবে না ৷ আগেই অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করেছেন তাঁরা ৷

Last Updated :Jul 16, 2021, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.