75th Independence Day : দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা ক্রীড়াবিদদের

author img

By

Published : Aug 15, 2021, 2:29 PM IST

75th Independence Day Indian Sports Persons Wishes Happy Independence Day to The Countrymen

স্বাধীনতা দিবসের 75তম বর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতের ক্রীড়া জগতের রথী-মহারথীরা ৷ কেউ লালকেল্লার সামনে থেকে স্বাধীনতা দিবসের মুহূর্ত উপভোগ করলেন ৷ তো কেউ দেশের হয়ে নিজের কর্তব্য এবং দায়িত্ববোধ স্মরণ করালেন ৷

কলকাতা, 15 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসে (75th Independence Day) দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের বর্তমান এবং প্রাক্তন ক্রীড়াবিদরা ৷ শরীর অসুস্থ থাকলেও, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে লালকেল্লায় স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন অলিম্পিকসে সোনা জয়ী ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ অন্যদিকে, প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁর শেষ টেস্টের একটি ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ স্বাধীনতার 75তম বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক অলিম্পিয়ান তথা বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৷

আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসের 75তম বর্ষের অনুষ্ঠানে যোগদান করেন ভারতের হয়ে অলিম্পিকসে অংশ নেওয়া ক্রীড়াবিদরা ৷ ছিলেন ভারতের হয়ে একমাত্র সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিতবোধ করছি ৷ জাতীয় পতাকাকে উঁচু উড়তে দেখার মুহূর্তটা একজন অ্যাথলিট এবং একজন সৈনিক হিসেবে আমার কাছে খুবই আবেগের ৷ জয় হিন্দ ৷’’

দেশবাসী এবং সকল অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তবে, তাঁর শুভেচ্ছা বার্তার মধ্যে রয়েছে, দেশের প্রতি তাঁর দায়িত্ব এবং কর্তব্যবোধের বার্তা ৷ তিনি লিখেছেন, ‘‘ভারত সবসময় সবার উপরে ! আমি সবসময় গর্বের সঙ্গে ভারতের জাতীয় পতাকাকে আমার হেলমেটে ধারণ করতাম এবং এটা আমাকে সর্বদা মনে করিয়ে দিত, কেন আমি মাঠে নেমেছি ৷ বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা সকল ভারতবাসীকে 75তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ৷’’

লালকেল্লায় জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ ভারত মায়ের জয় ৷’’

আরও পড়ুন : Neeraj Chopra : নীরজের জ্বর, করোনা রিপোর্ট নেগেটিভ

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, টেনিস তারকা সানিয়া মির্জা ৷ নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনি লিখেছেন, ‘‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকল ভারতীয়কে ৷ প্রতিটি মুহূর্তে আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করি ৷’’

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিয়ান তথা বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৷ তিনি লিখেছেন, ‘‘75তম স্বাধীনতা দিবসে সবাইকে আমার উষ্ণ অভ্যর্থনা ৷’’

আরও পড়ুন : On this day in 1990 : ইংরেজদের ডেরায় সচিনের প্রথম টেস্ট শতরান, ব্র্যাডম্যানের শূন্য

বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও স্বাধীনতা দিবসের 75তম বর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি একটি হিন্দি কবিতার মাধ্যমে তাঁর শুভেচ্ছা বার্তা দিয়েছেন ৷ এছাড়াও যুবরাজ সিং, হরভজন সিং এবং ভিভিএস লক্ষ্মণ দেশবাসীকে 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.