ETV Bharat / sports

India beat Bangladesh: স্পটকিক থেকে সুনীলের গোল, বাংলাদেশ ‘বধ’ করে জয়ে ফিরল ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 4:19 PM IST

Updated : Sep 21, 2023, 5:26 PM IST

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী ৷ অধিনায়কের জোরালো শট তেকাঠির বাঁ-দিকের জালে জড়িয়ে যায় । এশিয়ান গেমসের প্রথম ম্যাচে চিনের কাছে 5 গোল খাওয়ার পর ট্র্যাকে ফিরল ভারতীয় দল ৷

a

হ্যাংঝাউ (চিন), 21 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত ৷ স্পটকিক থেকে অধিনায়ক সুনীল ছেত্রীর করা গোলে বাংলাদেশকে হারাল ‘মেন ইন ব্লু’ ৷ জিয়াওশান স্পোর্টস সেন্টারের এই জয়ের ফলে অক্সিজেন পেল ঈগর স্টিম্যাচের ছেলেরা । গ্রুপ এ’র ওপেনারে চিনের কাছে 5 গোল খাওয়ার পর ট্র্যাকে ফিরল ভারতীয় দল ৷

টাইগারদের বিরুদ্ধে যদিও এদিন শুরু থেকেই চেপে ধরেছিল ভারত ৷ যদিও প্রথমার্ধে স্ট্রাইকারদের তেকাঠি খুঁজে না-পাওয়া, বাংলাদেশের গোলরক্ষক মিতুলের অসাধারণ কিছু সেভে সুনীলরা গোলমুখ খুলতে পারেননি । দ্বিতীয়ার্ধে স্যামুয়েল কিনশির ফ্রি-কিক ক্রসবারে প্রতিহত হয় ৷ ম্যাচের 85 মিনিটে ব্রাইস মিরান্ডাকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া । পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইন্ডিয়ান লেজেন্ড ৷ ক্যাপ্টেনের জোরালো শট তেকাঠির বাঁ-দিকের জালে জড়িয়ে যায় ।

চিনে যাওয়ার আগে দলগঠন নিয়ে টালবাহানা ৷ প্রস্তুতির অভাব নিয়ে সরব হয়েছিলেন স্টিম্যাচ। তাঁর অনুমান যে ভুল ছিল না, তা প্রথম ম্যাচের স্কোরবোর্ডে প্রমাণিত। কার্যত প্রস্তুতি ছাড়াই চিনের মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামা যে শুধুমাত্র আবেগ দিয়ে হয় না, তা খেলা যত এগিয়েছে তা বোঝা গিয়েছে । যদিও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল দল ৷ একটি হারে মূলট্র্যাক থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই ৷ ছ’টি গ্রুপের সেরা তৃতীয় স্থান অধিকারী দলও রাউন্ড অফ 16-এ যেতে পারে ৷ কিন্তু তা হলেও প্রি-কোয়ার্টার ফাইনালে কঠিন দলের বিরুদ্ধে নামার সম্ভাবনা বাড়িয়ে দেবে ৷

এদিন ভারতের ফুটবলে আশার আলো দেখতে শুরু করেছেন সমর্থকরা ৷ প্রসঙ্গত, এখনও পর্যন্ত 36 বার সবুজ গালিচায় লড়াইয়ে নেমেছে ভারত-বাংলাদেশ ৷ ভারত জিতেছে 19 বার ৷ 5 বার শেষ হাসি হেসেছে বাংলাদেশ । 12টি ম্যাচ অমীমাংসিত ।

আরও পড়ুন: তিলোত্তমার পুজোর আনন্দে বোনাস, মহালয়ার পরেই শহরে রোনাল্ডিনহো

Last Updated :Sep 21, 2023, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.