ETV Bharat / sports

Roger Federer Turns 42: 20টি গ্র্যান্ডস্ল্যাম, 103টি এটিপি ট্যুর খেতাব; 42 বছরের জন্মদিন পালন ফেডেক্সের

author img

By

Published : Aug 8, 2023, 9:05 PM IST

Updated : Aug 8, 2023, 10:56 PM IST

Image Courtesy: Wimbledon Twitter
Image Courtesy: Wimbledon Twitter

Roger Federer The Greats in Modern Tennis: 42 বছর পূরণ করলেন লং টেনিস কিংবদন্তি রজার ফেডেরার ৷ 24 বছর টেনিস বিশ্বে রাজত্ব করে, আজ তিনি অবসরে ৷ তবে, টেনিসের প্রতি তাঁর ভালোবাসা এবং পাগলামি কোনও দিনই কমবার নয় ৷

হায়দরাবাদ: লং টেনিস এবং রজার ফেডেরার ৷ বিশ্ব টেনিসে এই দু’টি আজ সমার্থক ৷ খেলাটিকে ভালোবাসেন বা বোঝেন এমন যে কোনও ব্যক্তিকে লং টেনিস বললেই, খুব স্বাভাবিকভাবে একটা নাম সবার আগে চলে আসবে ৷ তিনি রজার ফেডেরার ৷ এই খেলার অন্যতম সেরা তথা কিংবদন্তি রজার আজ 42 বছর পূরণ করলেন ৷ 1998 সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করা রজার বর্তমানে অবসর নিয়েছেন ৷ কিন্তু, তাঁর 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মুহূর্ত আজও টেনিসপ্রেমীদের চোখে লেগে রয়েছে ৷

24 বছর টেনিস বিশ্বকে শাসন করে গিয়েছেন ৷ 310 সপ্তাহ বিশ্ব টেনিস ব়্যাংকিংয়ে 1 নম্বর জায়গা ধরে রেখেছিলেন ৷ যার মধ্যে টানা 237 সপ্তাহ 1 নম্বরে থাকার রেকর্ড গড়েছিলেন তিনি ৷ দীর্ঘ 24 বছরের কেরিয়ারে যিনি টেনিসকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ৷ কোর্টের মধ্যে তাঁর প্রতিটি মুভমেন্ট, প্রতিটি শটে ছিল মুগ্ধ করে দেওয়ার মতো বৈচিত্র্য ৷ 20টি গ্র্যান্ডস্ল্যামের বাইরেও 103টি এটিপি ট্যুর-লেভেল চ্যাম্পিয়নশিপ জিতেছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ এটিপি ট্যুর-লেভেল চ্যাম্পিয়নশিপ জয়ের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ প্রথম প্রাক্তন মার্কিন তারকা জিমি কোনোরস ৷ তিনি 109টি এটিপি ট্যুর-লেভেল চ্যাম্পিয়নশিপ জিতেছেন ৷

তবে, টেনিসের সবুজ গালিচার রাজা ছিলেন রজার ৷ ঘাসের কোর্টে তাই তাঁর থেকে বেশি উইম্বলডন খেতাব জয়ের রেকর্ড আজও কারও নেই ৷ 2003-07 এবং পরবর্তী সময়ে 2009, 2012 এবং 2017 সালে উইম্বলডন জিতেছেন ফেডেক্স ৷ টেনিসে এই ঐতিহ্যশালী খেতাবের 'পোস্টার বয়' হয়ে উঠেছেন ৷ তাই গতমাসেই শেষ হওয়া 2023 উইম্বলডনের প্রথমদিনে সেন্টার কোর্টে রজারের আগমনে উঠে দাঁড়িয়েছিল গোটা স্টেডিয়াম ৷ সেদিন প্রথমবার ভিভিআইপি রয়্যাল গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে ৷

আরও পড়ুন: প্রথমবার উইম্বলডনে অতিথি ফেডেক্স, 8 বারের খেতাব জয়ীকে বিশেষ সম্মান আয়োজকদের

উইম্বলডন ছাড়াও ৷ টানা পাঁচবার যুক্তরাষ্ট্র ওপেন জয়ের রেকর্ড রয়েছে ফেডেরারের নামে ৷ 2004-08 সাল পর্যন্ত এই খেতাব জেতেন তিনি ৷ ফেডেরার এই মুহূর্তে সর্বাধিক যুক্তরাষ্ট্র ওপেন জয়ী দ্বিতীয় খেলোয়াড় ৷ তিনি মোট 7 বার এই গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ৷ পাশাপাশি, 2003, 2004, 2006, 2007, 2010 এবং 2011 সালে 6টি এটিপি সিঙ্গলস টুর্নামেন্টের ফাইনাল জিতেছেন ৷ এই মুহূর্তে তিনি এবং নোভাক জকোভিচ যৌথভাবে একটি সিজনে সর্বাধিক খেতাব জয়ের রেকর্ড রয়েছে ৷

Last Updated :Aug 8, 2023, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.